Friday, March 24, 2023
বাড়িEntertainmentসড়ক দুর্ঘটনায় নিহত কুমার বিশ্বজিতের ছেলে

সড়ক দুর্ঘটনায় নিহত কুমার বিশ্বজিতের ছেলে

Ads

সড়ক দুর্ঘটনা প্রতিনিয়ত কেড়ে নিচ্ছে প্রাণ বাংলাদেশের প্রেক্ষাপটে সড়ক দুর্ঘটনা ঘটছে ব্যাপকভাবে তবে উন্নত বিশ্বের দেশগুলোতেও দুর্ঘটনা ঘটে থাকে তারই ধারাবাহিকতায় এবার দেখা গেল জনপ্রিয় সংগীতশিল্পী কুমার বিশ্বজিতের ছেলে নিবির কুমারসহ চার বাংলাদেশি শিক্ষার্থী মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মারা গেছেন। গত সোমবার টরন্টোতে স্থানীয় সময় রাত সাড়ে ১১টায় এ দুর্ঘটনা ঘটে। বাংলাদেশি শিক্ষার্থীদের মৃত্যুতে বাংলাদেশি কমিউনিটিতে শোকের ছায়া নেমে এসেছে।

টরন্টো পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার রাতে টরন্টো শহরের কাছে হাইওয়ে ৪২৭ ও দুন্দাসের সংযোগস্থলের কাছে এই ভয়াবহ দুর্ঘটনায় আরিয়ান আলম দীপ্ত, শাহরিয়ার খান এবং অ্যাঞ্জেলা বারোই নামে ৩ বাংলাদেশি শিক্ষার্থী নিহত হয়। তবে হাসপাতালে ২৪ ঘণ্টা পর নিবির কুমার মারা যান।

পুলিশ সূত্রে খবর, সঙ্গীতশিল্পী কুমার বিশ্বজিতের ছেলে কুমার নিবির গাড়িটি চালাচ্ছিলেন। গাড়ি খুব দ্রুত চলছিল। এক মহাসড়ক থেকে অন্য সড়কে বাঁক নেওয়ার সময় চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। সামান্য বক্ররেখা ছিল। গাড়িটি হাইওয়ের রেলিংয়ে ধাক্কা খেয়ে ৩ বার উল্টে যায়। সঙ্গে সঙ্গে গাড়িতে আগুন ধরে যায়।

পুলিশ সূত্রে জানা গেছে, গাড়ির দুই আরোহী ঘটনাস্থলেই মারা যান এবং তৃতীয়জন আজ সকালে হাসপাতালে নেওয়ার পর মারা যান। তাদের ৪ জনই আন্তর্জাতিক ছাত্র হিসেবে টরন্টোতে থাকতেন।

কয়েক মাস আগে কুমার বিশ্বজিৎ তার ছেলেকে টরন্টোতে পাঠান। এদিকে ছেলের দুর্ঘটনার খবর পেয়ে মঙ্গলবার বেলা ১২টার দিকে কানাডা চলে যান কুমার বিশ্বজিৎ ও তার স্ত্রী নাইমা সুলতানা।

উল্লেখ্য, কুমার বিশ্বজিৎ বাংলাদেশের জনপ্রিয় একজন সংগীত শিল্পী। অসংখ বাংলা গানে তিনি কণ্ঠ দিয়েছেন এবং তার কণ্ঠের মায়ায় মোহিত তার ভক্ত অনুরাগীরা।

Looks like you have blocked notifications!
Ads
[json_importer]
RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Most Popular

Recent Comments