ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক তাকসিম এর যুক্তরাষ্ট্রের একাধিক শহরে কিনেছেন বাড়ি। সীমাহীন দুর্নীতি অনিয়ম করে দেশ থেকে অর্থ পাচার করে তিনি এসব বাড়ির মালিক হয়েছেন বলে অভিযোগ উঠেছে এই প্রসঙ্গে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি স্ট্যাটাস দিয়েছন লেখক রাফসান গালিব। নিচে সেটি তুলে ধরা হল –
নগরবাসীর জীবন জাহান্নামে পরিনত কইরা ওয়াসার তাকসিম যুক্তরাষ্ট্রে ১৪টা জান্নাত বানাইছে। সবগুলা বাড়ি থুক্কু প্রাসাদের দাম হাজার কোটি টাকার বেশি।
কিন্তু একটা মানুষের বা তার পরিবারের কয়টা বাড়ি লাগে? তাকসিম তো অবশ্যই ফ্যামিলি প্ল্যানিং করে থাকবেন, অত সন্তান থাকার কথা না।
কথা হইতেছে, এইসব জান্নাত কাদেরকে উপহার দেওয়ার জন্য বানাইছেন উনি? কোন রাজা-রানিরা সেসব প্রাসাদে থাকবেন কিংবা তাদের ভোগ করার জন্য দেওয়া হইবে, সেইটা কি আমরা কখনো জানতে পারব?
বারো বছর ধরে একটা রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের পদে এক ব্যক্তিকে রেখে দেওয়ার এই হইছে মাজেজা? তাকসিমরা হইতেছে একেকটা প্রজেক্ট কিংবা প্রকল্প। সেই প্রকল্পের সুবিধাভোগী কে বা কারা, সেইটা কইতে গেলে আমার চাকরি তো থাকবেই না, উলটো তাকসিমের চাকরির মেয়াদ আরেক দফা বেড়ে যাবে।