বাংলাদেশের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী শাবনূর। নব্বই এর দশকে তিনি বাংলাদেশের অভিনয় জগতে এসেছিলেন এবং মন জয় করে নিয়েছিলেন সবার। একের পর এক বাবসাসফল সিনেমা উপহার দিয়ে জনপ্রিয়তার শীর্ষে উঠে গিয়েছিলেন তিনি।
মান্না শাবনূর ১৯৯৬ সালে চিররিণীর সঙ্গে প্রথম জুটিবদ্ধ হন। এই ছবিতে মান্নার ভূমিকা ছিল বলিদানের। মূল নায়ক ছিলেন অমিত হাসান!
শাবনূর মান্না দুজনের জনপ্রিয়তায় তখন আকাশচুম্বী মান্না খুব করে চাইতো শাবনূরের সাথে জুটি গড়ে উঠুক কিন্ত শাবনূর সিনিয়র জনপ্রিয় তারকাদের সাথে জুটি কিংবা অভিনয় করতে অনিহা ছিল সবসময় তাইতো ৯০ দশকে শাবনূরের সমসাময়িক সবাই মান্না, কাঞ্চন, রুবেলের সাথে জুটি হয়ে কাজ করলেও শাবনূর করেনি!
শাবনূর ভদ্রভাবে পরিচালকদের ফিরিয়ে দেন, কিন্তু শূন্য দশকে মান্না অনেক কষ্ট করে কাঠ খড় পুড়িয়ে শাবনূরকে রাজি করান স্বামী-স্ত্রী যুদ্ধের ছবিতে সমান চরিত্রে এবং দ্বিগুণ পারিশ্রমিকে! এরপর অনেক ছবিতে অভিনয় করে প্রশংসিত হন এই জুটি!
উল্লেখ্য, শাবনূর বাংলাদেশের অত্যান্ত জনপ্রিয় একজন অভিনেত্রী। ক্যারিয়ারে অসংখ সিনেমা তিনি করেছেন। নজরকাড়া গ্লামার্স এবং দুর্দান্ত অভিনয় দিয়ে নিজেকে টিয়ে গিয়েছেন অনন্য উচ্চতায় এবং পেয়েছেন ব্যাপক জনপ্রিয়তা।