ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভিসিকে ঘিরে দাঁড়িয়ে থাকা নারীদের নিয়ে পরিচয় নিয়ে ধোঁয়াশার কথা সামাজিক যোগাযোগ মাধ্যমে জানান দিয়ে একটি স্ট্যাটাস দিয়েছেন লেখক ওমর ফারুক লুক্স। নিচে সেটি তুলে ধরা হল –
ঢাকা বিশ্ববিদ্যালয়ের চা-সিঙ্গারাওয়ালা ভিসিকে ঘিরে দাঁড়িয়ে থাকা আপাদমস্তক কালো কাপড়ে ঢাকা ৭ জন মানুষ অথবা জ্বীনের একটা দলগত ছবি ফেসবুকে ঘুরে বেড়াচ্ছে। ছবিটাতে একটা বিরাট সমস্যা আছে।
সমস্যা একটাই। আপনারা অনেকেই এই ছবির ৭ জন মানুষ অথবা জ্বীনকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী বলে চালিয়ে দিচ্ছেন।
এখানে আমার প্রশ্ন হচ্ছে, এই কালো কাপড়ে ঢাকা ৭ জন মানুষ বা জ্বীন কি আসলেই নারী, না পুরুষ, চোর, না ডাকাত,- সেটা আপনারা কিভাবে নিশ্চিত হলেন?
এই যে আপনাদের মনে একটা ভয় ঢুকিয়ে দিলাম, ঠিক এ কারনেই যে কোনো কার্যকর ধর্মনিরপেক্ষ রাষ্ট্রের সকল রাষ্ট্রীয় প্রতিষ্ঠানে, গণতান্ত্রিক সংগঠনে এবং শিক্ষা প্রতিষ্ঠানে নাগরিকদের পেশাগত পরিচয়কে আড়াল করে তার ধর্মীয় পরিচয়কে প্রধান করে তোলে, এমন সকল প্রকার ধর্মীয় পোশাককে নিষিদ্ধ করা হয়েছে।
কি? বোঝা গেলো ব্যপারটা?