Thursday, March 23, 2023
বাড়িopinionময়দান একটাই, দেশের রাজনৈতিক ডামাডোলের মধ্যে যুক্তরাষ্ট্র এবং ভারতের স্ব স্ব এজেন্ডা...

ময়দান একটাই, দেশের রাজনৈতিক ডামাডোলের মধ্যে যুক্তরাষ্ট্র এবং ভারতের স্ব স্ব এজেন্ডা নিয়ে পক্ষরা হাজির : শামসুল

Ads

ঢাকার পথে মার্কিন পররাষ্ট্র বিভাগের আন্ডার সেক্রেটারি ,কদিন আগে তার সফর সম্পর্কে শোনা গিয়েছিল। এরই মধ্যে আবার ভারতের পররাষ্ট্র সচিব আসছেন বাংলাদেশে সব মিলিয়ে রাজনৈতিক অঙ্গনে নানা কৌতুল শুরু হয়েছে। এই প্রসঙ্গে একটি স্ট্যাটাস দিয়েছেন লেখক শামসুল আলম। নিচে সেটি তুলে ধরা হল –

ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রা তিন দিনের সফরে আজ ঢাকা আসছেন। একই সময় আগামীকাল ঢাকায় আসছেন মার্কিন পররাষ্ট্র বিভাগের আন্ডার সেক্রেটারি ডেরেক শোলে। বাংলাদেশের রাজনৈতিক ডামাডোলের মধ্যে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ভারতের স্ব স্ব এজেন্ডা নিয়ে টানাপোড়েনের মধ্যে দুটি হাই পাওয়ার ভিজিট তাৎপর্যপূর্ণ!

যদিও শোলের সাথে কোয়েত্রার সরাসরি কোনো দেখা হবে বলে মনে হয় না। কিন্তু যুক্তরাষ্ট্র যে বিষয়গুলো ফয়সালা করতে চায়, সে সম্পর্কে ভারতের অবস্থানের সমন্বয় নিয়ে কথাবার্তা হতে পারে। ঘটনাস্থল কিন্তু একই অর্থাৎ ময়দান একটাই। পক্ষরা হাজির।

স্মরণযোগ্য, ২০১৪ সালের ৫ই জানুয়ারীর ভুয়া নির্বাচনের ঠিক এক মাস আগে ভারতের বিদেশ সচিব সুজাতা সিংহকে ঢাকায় পাঠানো হয়- আওয়ামীলীগকে নির্বাচনী বৈতরণী পার করতে। সুজাতার ঐ সফরে অনেক গোপন মিশন সম্পন্ন করেন, জাতীয় পার্টি প্রধান এরশাদ, নির্বাচন কমিশন সহ গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সাথে বৈঠক করেন, যার মূল উদ্দেশ্যই ছিল বিএনপি-জামাতকে নির্বাচনের বাইরে রেখে হাসিনাকে বিজয়ী ঘোষণা করা।
কিন্তু এবার চাণক্যদের চালাকি সম্পর্কে বাংলাদেশের জনগন সতর্ক। কেয়াত্রাদেরকে আর কোন শয়তানি করতে দেওয়া হবে না বাংলাদেশের ভাগ্য বাংলাদেশের জনগনই ঠিক করবে।

Looks like you have blocked notifications!
Ads
[json_importer]
RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Most Popular

Recent Comments