Tuesday, January 31, 2023
বাড়িEntertainmentপ্রেমের গুঞ্জনে এবার উর্বশীকে নিয়ে খোলামেলা কথা বললেন নাসিম শাহ

প্রেমের গুঞ্জনে এবার উর্বশীকে নিয়ে খোলামেলা কথা বললেন নাসিম শাহ

Ads

এশিয়া কাপের ফাইনালে উঠেছে শ্রীলংকা তবে ফাইনালে তাদের প্রতিপক্ষ আবারো সেই পাকিস্থান।তবে এসবকিছুর মাঝেও পাকিস্থানী পেসার নাসিম শাহ এর সাথে বলিউডের গ্লামার্স অভিনেত্রী উর্বশী এর সম্পর্ক নিয়ে বেশ আলোচনা চলছে। সম্প্রতি নাসিম শাহের একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন ঊর্বশী। এরপর থেকেই তাদের দুজনকে জড়িয়ে নানা গল্প ডালপালা মেলতে থাকে। অবশেষে এ বিষয়টা নিয়েই মুখ খুলেছেন পাকিস্তানি ক্রিকেটার।

নাসিম শাহ বলেন, ‘জানি না কে এসব কথা বলেছেন। উর্বশী কে সেটাই তো আমি জানি না। কে কী জন্য এই ভিডিও ছেড়েছে তা আমি জানি না। আমার এখন অন্য কিছুর দিকে নজর দেওয়া সময় নেই। এখন আমার একমাত্র ফোকাস ক্রিকেট খেলা।’

এই ক্রিকেটার আরও বলেন, ‘আমি তো মাঠে খেলছিলাম। কেউ যদি আমার জন্য আসে, আমার খেলা ভালো লাগে- তাহলে তো কিছু বলার নেই। আমাকে যদি কারও ভালো লেগে থাকে তাহলে খুব ভালো কথা।’

উল্লেখ্য, দুবাইয়ে আয়োজিত এশিয়া কাপের গ্রুপ পর্যায়ে ভারত-পাকিস্তান ম্যাচ দেখতে স্টেডিয়ামে গিয়েছিলেন উর্বশী। ওই ম্যাচেই প্রথম খেলতে নামেন নাসিম। ৪ সেপ্টেম্বরের ওই ম্যাচেই তার পারফরম্যান্স সবার নজর কাড়ে। আর সেই ম্যাচের কয়েকটি মুহূর্ত নিয়েই একটি ভিডিও পোস্ট করেন উর্বশী।

মূলত ভারতীয় উইকেটকিপার ঋষভ পন্থের সঙ্গে সম্পর্কের গুঞ্জন রয়েছে উর্বশীর। তাদের দুজনের মধ্যে এখন ঠাণ্ডা লড়াই চলছে। আর এই সময়েই নাসিমকে নিয়ে তার ভিডিও সবার নজর কেড়েছে। এর মধ্যে নাসিম শাহের সঙ্গে উর্বশীর প্রেমের গুঞ্জন তৈরি হয়।

উল্লেখ্য, পাকিস্তানি ক্রিকেটার নাসিম শাহর সঙ্গে বলিউড অভিনেত্রী উর্বশী রাউতেলার প্রেমের গুঞ্জন যেন কিছুতেই থামছে না। এই ঘটনা বেশি ঘনিভুত হয়েছে মুলত গ্যালারিতে বসে নাসিম শাহ এর খেলা দেখা এবং তার সাথে উর্বশীর ভিডিও যুক্ত করার জন্য

Looks like you have blocked notifications!
Ads
[json_importer]
RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Most Popular

Recent Comments