Tuesday, January 31, 2023
বাড়িInternationalশতাধিক নাবিক নিয়ে নৌ বাহিনীর জাহাজডুবি, নিখোঁজ ৩১

শতাধিক নাবিক নিয়ে নৌ বাহিনীর জাহাজডুবি, নিখোঁজ ৩১

Ads

এবার থাইল্যান্ডে ঘটে গেল একটি দুঃখজনক ঘটনা। দেশটির উপসাগরে নৌবাহিনীর একটি জাহাজ ডুবে গেছে বলে জানা গিয়েছে। ঘটনাস্থল থেকে হেলিকপ্টারে ৭৫ জন নাবিককে উদ্ধার করা হলেও ৩১ জন এখনও নিখোঁজ রয়েছে বলে জানা গেছে। তবে নিখোঁজ যারা রয়েছেন তাদের উদ্দারের কাজ চলছে।

মার্কিন সংবাদমাধ্যম এপির প্রতিবেদনে বলা হয়, রোববার সন্ধ্যায় ঝড়ো হাওয়ায় যুদ্ধজাহাজ ‘এইচটিএমএস সুখোথাই’-এর বিদ্যুৎ ব্যবস্থা বন্ধ হয়ে যায়। খবর পাওয়া মাত্রই রয়্যাল থাই নৌবাহিনী তিনটি ফ্রিগেট ও দুটি হেলিকপ্টার পাঠিয়েছে। মেশিনের সাহায্যে জাহাজটি উঠানোর চেষ্টা করা হলেও তা সম্ভব হয়নি।

বিবিসি জানিয়েছে, এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। জাহাজটিতে ১০৬ জন লোক ছিল বলে জানা গেছে।

উল্লেখ্য,থাইল্যান্ডে উপসাগর সমুদ্রে টহল দেওয়ার সময় জাহাজটি ঝড়ের কবলে পড়ে। কর্মকর্তারা বলছেন, ঝড়ের কারণে জাহাজে পানি প্রবেশ করাই ডুবে যাওয়ার প্রাথমিক কারণ। পুরো জাহাজ দ্রুত প্লাবিত হওয়ায় পাওয়ার রুমে শর্ট সার্কিট হয়।

 

Looks like you have blocked notifications!
Ads
[json_importer]
RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Most Popular

Recent Comments