বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রাজনৈতিক সচিব হারিছ চৌধুরীর মেয়ে সামিরা তানজিন চৌধুরীকে ‘গলা টিপে হত্যার’ হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। এই প্রসঙ্গে একটি স্ট্যাটাস দিয়েছেন লেখক শামসুল আলম। নিচে সেটি তুলে ধরা হল-
সম্প্রতি সিলেটের কানাইঘাট উপজেলায় একটি
হারিছ চৌধুরীর মেয়েকে ‘গলা টিপে হত্যার’ হুমকির অভিযোগ সম্পর্কিত একটি সংবাদ প্রথম আলো, মানবজমিন সহ বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রকাশিত হয়েছে।
আমার প্রশ্ন এবং কৌতূহল এখনও অন্য জায়গায়। হারিছ চৌধুরী সম্পর্কে বাংলাদেশ সরকারের সর্বশেষ অবস্থান কি?
শেখ হাসিনার সরকার এখনও মনে করে হারিছ চৌধুরী বেঁচে আছেন। কিন্তু অন্য সবাই জানে তিনি মৃত্যুবরন করেছেন।
শেখ হাসিনার সরকার হারিছ চৌধুরী বেঁচে আছেন- এমন বিশ্বাসের কারণ হলো, ইন্টারপলে এখনও তাঁর রেড নোটিস প্রত্যাহার হয়নি। এই নোটিস প্রত্যাহারের গুরুত্ব নিয়ে আমি এর আগেও বলেছি। কিন্তু রহস্যজনক কারণে শেখ হাসিনা নোটিস প্রত্যাহার করছেন না।
মানবজমিনের প্রতিবেদনে বলা হয়েছেঃ
হারিছ চৌধুরীর মেয়েকে ‘গলা টিপে হত্যার’ হুমকির বিষয়ে হারিছ চৌধুরীর ছোট ভাই কামাল চৌধুরীর ছেলে রাহাত চৌধুরী থানায় অভিযোগ দাখিল করেন। এতে তিনি তার পরিবার ও সামিরার জীবনের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তোলেন। থানায় আইসিটি আইনে মামলা গ্রহণের আবদার রাখলেও পুলিশ গতকাল পর্যন্ত কোনো সিদ্ধান্ত নেয়নি।
”মামলা গ্রহণের আবদার” কী জিনিস বুঝলাম না। মানবজমিনের প্রতিবেদক জানেন।
আমার আরও জানার কৌতূহল হয়, থানায় দাখিল করা অভিযোগে কি হারিছ চৌধুরীকে মরহুম/মৃত হিসাবে উল্লেখ করা হয়েছে? যদি তাই হয় এবং পুলিস তাতে কোনো আপত্তি না করে, তাহলে তো ধরে নিতে হবে শেখ হাসিনার সরকার তাঁকে মৃত হিসাবেই বিবেচনা করে।
কিন্তু ইন্টারপোলের নোটিস কেন প্রত্যাহার করেনা?
এর রহস্য কী?
নতুন আইজিপি এসেছেন। কোনো সাংবাদিক কি সাহস করে প্রশ্নটা করবেন স্বরাষ্ট্র মন্ত্রী এবং আইজিপিকে?