দেশে দ্রব্যমূলের দাম বৃদ্ধি পাওয়ার কারনে জনসাধারণের মাঝে ভোগান্তি শুরু হয়েছে তবে এমন পরিস্থিতিতে সরকার বলছে মিতব্যয়ী হওয়ার কথা। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এই প্রসঙ্গ নিয়ে একটি স্ট্যাটাস দিয়েছেন লেখক শামসুল আলম ,নিচে সেটি তুলে ধরা হল –
দাদা বাবুদের অনুকরণে নতুন নীতিমালা আসছে! সহসাই ক্যাবি#নেটে উঠতে যাচ্ছে!
#সকলের জন্য ৫০ গ্রাম/ ১০০ গ্রাম মাংশ বিক্রির নতুন পদ্ধতি চালু করা হচ্ছে!
#একটি মুরগি ৭জনে মিলে কেনা যাবে!
#সরকারী মিটিংয়ে একটা সিঙারা ২ টুকরা করে কেটে দেয়ার অনুশাসন জারী হতে যাচ্ছে! সিঙারা কম খাওয়া স্বাস্থের জন্য ভালো! দোকানে সিঙারা খেতে চাইলে ৪ জন জোগাড় করে ১টা সিঙারা খেতে পারবে।
#এক কাপ চা চার ভাগ করে খাওয়ার জন্য বাধ্যতামূলক ভাবে ৪টি ছোট কাপ দিতে হবে!
#সিনেমা দেখায় সাশ্রয়: এক টিকেটে স্বামী-স্ত্রী অর্ধেকে অর্ধেক করে সিনেমা দেখতে হবে। পরে আরেকজনের কাছে বাকী গল্প শুনে নিবে!
উন্নয়ন এত্ত বেশি হয়েছে যে, জনস্বার্থে এই সাশ্রয়ী পদ্ধতির দ্বারা ’সকলের জন্য চা, গোস্ত, সিঙারা, সিনেমা’ কর্মসূচি বাস্তবায়ন করা হবে। কেউ খাবে কেউ খাবে না, তা হবে না। এটি সমবায়ী পদ্ধতি।
দাদারা খুউব খুশী!!
🤓শনিবারের চুটকি