বাংলাদেশের বিনোদন জগতে ব্যাপক সারা ফেলা ইত্যাদি অনুষ্ঠান থেকে জনপ্রিয়তা পাওয়া সেই আকবর না ফেরার দেশে চলে গিয়েছেন। দীর্ঘদিন তিনি শারীরিক নানা জটিলতায় ভুগছিলেন এবং অবশেষ এ পারি জমালেন না ফেরার দেশে।
ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’ থেকে পরিচয় পাওয়া গায়ক আকবর আর নেই। রোববার (১৩ নভেম্বর) দুপুর তিনটার দিকে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন তিনি। বিষয়টি নিশ্চিত করেছেন আকবরের স্ত্রী কানিজ ফাতেমা।দীর্ঘদিন ধরে ডায়াবেটিস, কিডনি জটিলতা এবং বিরল চর্মরোগেও ভুগছিলেন তিনি।
উল্লেখ্য, কণ্ঠশিল্পী আকবর একসময়ে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছিলেন তার কোন্তের জাদুতে। তার গানগুলো মানুষ ব্যাপক পছন্দ করেছিল এবং সেই সাথে দেখা গিয়েছিল ওই সময় তার গানের অপেক্ষায় থাকতেন ভক্তরা