সম্প্রতি গণ-অধিকার পরিষদের সদস্যসচিব নুরুল হক নুর ইসরাইলের গোয়েন্দা সংস্থা মোসাদ-এর সদস্য মেন্দি এন সাফাদির সঙ্গে বৈঠক করেছেন।এবং এই ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। মেন্দি এন সাফাদি ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর লিকুদ পার্টিরও সদস্য। এই প্রসঙ্গে একটি স্ট্যাটাস দিয়েছেন লেখক বিন ইয়ামিন মোল্লা। নিচে সেটি তুলে ধরা হল –
নুরুল হক নয় বরং সজীব ওয়াজেদ জয়ের সাথে বৈঠক করেছেন মেহেন্দি সাফাদি যেমনটি সাফাদি নিজেই বলেছেন।
যদিও দুঃখ জনক ভাবে প্রধানমন্ত্রী পুত্র হওয়ায় বিবিসি ছাড়া তাকে নিয়ে বাংলাদেশের কোন সাংবাদিক নিউজ করে নাই। আইনশৃঙ্খলা বাহিনী কোন জিজ্ঞাসাবাদ বা কোন বক্তব্য দেয় নাই এই বিষয়ে।
আর খুবই আশ্চর্যজনক ভাবে আওয়ামিলীগ সরকার কিছুদিন আগে বাংলাদেশের পাসপোর্ট থেকে Except Israel শব্দটা বাদ দিয়েছে। এটা কিসের ইঙ্গিত বহন করে?