Thursday, March 23, 2023
বাড়িEntertainmentঅন্ধকার জীবন থেকে যেভাবে ফিরে এসেছিলেন নোরা ফাতেহি

অন্ধকার জীবন থেকে যেভাবে ফিরে এসেছিলেন নোরা ফাতেহি

Ads

বর্তমান সময়ে বলিউডের অন্যতম আলোচিত অভিনেত্রী নোরা ফাতেহি। কানাডায় বংশউদ্ভুত এই সুন্দরী অভিনেত্রী বলিউডে তার কাজের মাধ্যমে ব্যাপক জনপ্রিয় হয়ে উঠেছেন। বিশেষ করে আইটেম গানের তালে নেচে তিনি আলোছিল হয়েছিলেন । ‘দিলবর’, ‘কমরিয়া’, ‘ও সাকি সাকি’, ‘গারমি’সহ অনেক জনপ্রিয় গান শ্রোতাদের হৃদয়ে জায়গা করেছেন তিনি ।

সম্প্রতি ‘ইনভাইট অনলি’ নামে একটি টক শোতে উপস্থিত হয়ে নোরা তার প্রাক্তন প্রেমিক অঙ্গদ বেদির সমালোচনা করেন। নোরা বলেন, বিচ্ছেদের যন্ত্রণা খারাপ ছিল। প্রতিটি মেয়েকে তার জীবনে এমন একটি পর্যায়ে যেতে হয়। ব্রেকআপের পর বেশ কয়েকদিন কেঁদেছিলাম কাজও করেনি।

নোরা আরও জানান, দুই মাস বিষণ্ণতার পর কাজে ব্যস্ত হয়ে পড়েন। কাজ তাকে তার সেই সময়ের অন্ধকার জীবন থেকে উদ্ধার করেছে। অঙ্গদ বেদি ২০১০ সালে নেহা ধুপিয়াকে বিয়ে করেন।

উল্লেখ্য, বলিউডের অন্যতম সেরা নারী নৃত্যশিল্পী এবং অভিনেত্রী নোরা ফাতেহি। আইটেম গানের শিল্পী হিসেবে নোরা বলিউডের বেশ কয়েকটি ছবিতে নজর কেড়েছেন। এর মধ্যে উল্লেখযোগ্য হল ‘বাহুবলী: দ্য বিগিনিং’, ‘কিক টু’, ‘শের’, ‘লোফার’, ‘সত্যমেব জয়তে’, ‘স্ত্রী’, ‘ভারত’, ‘বাটলা হাউস’। এ ছাড়া আরও কিছু নতুন সিনেমা ও আইটেম গানে অভিনয় করছেন বলে জানা গেছে।

Looks like you have blocked notifications!
Ads
[json_importer]
RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Most Popular

Recent Comments