বলিউডের আইটেম অভিনেত্রী নোরা ফাতেহি। ক্যারিয়ারে বেশকিছু সিনেমায় তিনি আইটেম গান করে বেশ জনপ্রিয়তা পেয়েছেন। গত সোমবার (৬ ফেব্রুয়ারি) নোরা ফাতেহির ৩১তম জন্মদিন। নোরা তার জন্মদিনে সমুদ্রের মাঝখানে কোমর দোলালেন। কেকের সামনে রাখা ফুলের তোড়া। শার্টের ভেতরে অনেক ফুল আঁকা। এই অভিনেত্রী তার বন্ধুদের সাথে নাচ এবং গান করে তার বিশেষ দিনটি উদযাপন করেছেন।
নোরা তার ইনস্টাগ্রামে ছবিটি এবং ভিডিও শেয়ার করেছেন, যা অবিলম্বে ভাইরাল হয়ে গেছে এবং পোস্টটি মন্তব্যের ঝড় তুলেছে। নোরাকে জন্মদিনের শুভেচ্ছাও জানিয়েছেন অনেকে।
নোরা ফাতেহি গত কয়েক বছরে বলিউডে নিজের নাম তৈরি করেছেন। সোমবার ছিল তারকার ৩১তম জন্মদিন। বলিউডের ‘আইটেম গার্ল’ হিসেবে পরিচিত এই তারকার জন্মদিন উপলক্ষে বেশ কিছু তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া।
নোরা ফাতেহি মরক্কোর একটি পরিবারে জন্মগ্রহণ করেন। কানাডায় বেড়ে উঠেছেন। কিন্তু এখন তিনি মনে মনে নিজেকে ভারতীয় মনে করেন। নোরা ২০১৪ সালে ‘রর: টাইগার্স অফ দ্য সুন্দরবন’ ছবির মাধ্যমে বলিউডে প্রবেশ করেন। তবে ভারতীয় সিনেমার অন্যান্য ভাষার ছবিতেও তিনি অভিনয় করেছেন। তেলেগু ছবি ‘টেম্পার’-এ একটি নাচের দৃশ্যে অভিনয় করেছিলেন তিনি।
রিয়ালিটি শো ‘বিগ বস’-এর নবম সিজনে প্রতিযোগী ছিলেন নোরা। কিন্তু ‘দিলবার দিলবার’, ‘কামারিয়া’, ‘গারমি’-এর মতো হিট গানে নাচের বীটে তার অন-স্ক্রিন উপস্থিতি নোরাকে বিশেষ খ্যাতি এনে দেয়।
উল্লেখ্য, নোরা ফাতেহি বলিউডে বর্তমানসময়ে ব্যাপক আলোচিত একজন অভিনেত্রী বিশেষ করে তিনি তার ব্যাক্তিগত জীবনে ব্যাপক আলোচিত। এছাড়াও নানা কর্মকান্ডে তিনি আলোচিত হয়ে থাকেন
Md. Shahadat Islam
View this post on Instagram