সম্প্রতি না ফেরার দেশে চলে গিয়েছে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ছাত্র ফারদিন নূর। তাকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম এবং গণমাধমে চলছে নানা আলোচনা। এদিকে ফারদিনের প্রেমিকা হিসেবে নিজের নাম আলোচনায় আসায় প্রতিবাদ করেছেন আরিশা আশরাফ নামের এক তরুণী। গত বৃহস্পতিবার নিজের ফেসবুক আইডি থেকে দেওয়া স্ট্যাটাসে প্রতিবাদ জানান তিনি।
তিনি তার ফেসবুক স্ট্যাটাসে লিখেছেন, “ফারদিন নূরের কোনো প্রেমিক ছিল না। আমি বা বুশরা – আমরা কেউই তার প্রেমিক ছিলাম না।
আমি পরবর্তী পোস্টে আমার কেস ক্লিয়ার করব, প্রথমে বুশরার কথা বলব। ফারদিন নূর যখন নিখোঁজ ছিলেন, তখন তার ভাইরা বুশরার সাথে তার মেসেঞ্জার কথোপকথন পুরো পড়েছিল তার ল্যাপটপ পুলিশ জব্দ করার আগে। যেখানে আপত্তিকর কিছু পাওয়া যায়নি। সে আর দশটা ছেলের মতো ছিল না। এগুলো কখনো তাকে স্পর্শ করতে পারেনি। এ জন্য তাকে রোবট হিসেবে ডাকা হয়। ‘
তিনি আরও লিখেছেন, ‘আমার সঙ্গে তার সম্পর্ক কী তা আমি পরবর্তী পোস্টে বলব। দয়া করে না জেনে মৃত ব্যক্তির কথা বলবেন না। তার পরিবারের কথা ভাবুন। ‘
উল্লেখ্য, গত ৪ নভেম্বর রাতে নিখোঁজ হন বুয়েটের ছাত্র ফারদিন। ওই দিন তার বান্ধবী বুশরাকে রামপুরায় পৌঁছে দেওয়ার পরও তার হদিস পাওয়া যায়নি। গত ৭ নভেম্বর বিকেলে নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা নদী থেকে ফারদিনের মরদেহ উদ্ধার করে নৌ পুলিশ।