গত সোমবার বিড়িটিস রানীর অন্তোষ্টিক্রিয়া শেষ হয়েছে এবং সেই অন্তোষ্টিক্রিয়াতে অংশ নিয়েছেন বিশ্ব নেতারা তারই ধারাবাহিকতায় বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাও সেখানে গিয়েছিলেন এবং সেখানে বিবিসিতে তিনি ইন্টারভিউ দিয়েছেন যা ব্যাপক আলোচনা তৈরী করেছে তার এই ইন্টারভিউ প্রসঙ্গে সামাজিক জোগাজোগ মাধ্যমে স্ট্যাটাস দিয়েছে সাবেক বিমান কর্মকর্তা মুহাম্মদ ওয়াহিদ উন নবি, নিচে তার স্ট্যাটাসটি তুলে ধরা হল –
বি বি সি লন্ডন শেখ হাসিনার একটা ইন্টারভিউ নিয়েছে – সেইখানে প্রয়াত কুইন এলিজাবেথ ২ নিয়ে আলোচনার শুরু। বেশ গুরু গম্ভীর আলাপ।
শেখের বেটি অনেক আবেগের কথা বললো – সাংবাদিক একটু পরেই বাংলাদেশ প্রসংগ টেনে আনলেন –
নিরপেক্ষ নির্বাচন নিয়ে প্রশ্ন করতেই – বেডির চেহারা মোবারক মলিন হয়ে গেল – কালো হয়ে গেল পুরো মোবারক – ঘুরায়ে পেঁচায়ে প্রসংগ এড়িয়ে চলে গেলেন ৭৫ – কে কি ভাবে মারা গেল বিস্তর আবেগ।
বি বি সি’র মহিলা সাংবাদিক এক পর্যায়ে মাফ আর দোয়া চাইতে বাদ রইলো –
কারন – সাংবাদিক কি জিগাইলো আর তিনি কি আওড়াইতেছেন।
এর পরের প্রশ্ন ছিলো – বাংলাদেশের গুম খুন মানবাধিকার নিয়ে –
এইবার শেখের বেডির চেহারা মোবারক খানি লাল মরিচের মতন টগবগ করে উঠলো –
বেডি উত্তর দিল কি –
লন্ডন আমেরিকার গুম খুনের সাথে তুলনা করে বরং হেদের জবাবদিহিতা চাইলো।
এর পর অবশ্য বি বি সি সাংবাদিক আর ঘাটায় নাই –
সাংবাদিক সাহেবান বুইজ্জা ফেলছেন –
জিনিস কঠিন- হজরত পুথিনের চেয়েও কঠিন – হুদাই আলাপ কইরা লাভ নাই।
পরে প্রয়াত কুইন এলিজাবেথ প্রসংগ দিয়া ইতি টানলেন।
আর বাংলাদেশের মিডিয়া গুলো সেই সাক্ষাতকারের কিয়দংশ ছেপে বুঝাইতেছে – তেনারে বহুত সম্মান দিতেছে।
হার না মানা লজ্জাহীনদের লজ্জা দিয়ে লাভ নাই- এদেরকে
জয় বাংলা।