শেষ পর্যন্ত সব কটাক্ষের জবাব নীরবে সয়ে অবসরের পথই বেছে নিলেন বাংলাদেশ ক্রিকেটের মিষ্টার ডিপেন্ডেবল মুশফিকুর রহিম। টি-টুয়েন্টি থেকে অবসরের ঘোষনা দিয়েছেন তিনি। আর এই অবসরের সিদ্ধান্তে তাকে অভিনন্দন জানিয়েছেন সকলেই। এবার সেই তালিকায় নাম লেখালেন তামিম ইকবালও। মুশফিকের অবসর নিয়ে স্যোশাল মিডিয়ায় দিয়েছেন একটি পোস্ট।পাঠকদের উদ্দেশ্যে তার সেই পোস্ট তুলে ধরা হলো হুবহু: –
অভিনন্দন মুশফিক!
১৫ বছর ২৭৭ দিনের টি-টোয়েন্টি ক্যারিয়ার কোনো ফ্লুক নয়। বছরের পর বছর তোকে খুব কাছ থেকে দেখেছি। পরিসংখ্যান সবসময় সবটুকু ফুটিয়ে তুলতে পারে না। কিন্তু তোর নিবেদন, প্যাশন, পরিশ্রম ও ভালোবাসা দেখেছি। তোর প্রচেষ্টা ও ঘাম ঝরানো দেখেছি। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে তোর যা কিছু অর্জন ও প্রাপ্তি, সব কিছুর জন্য অভিনন্দন আরও একবার…
টেস্ট ও ওয়ানডেতে এখনও অনেক বড় ভূমিকা আছে তোর, দলকে দেওয়ার আছে আরও অনেক কিছু। আমি নিশ্চিত, তুই পারবি বন্ধু!
প্রসঙ্গত, গেল বেশ কিছু দিন ধরেই ভালো যাচ্ছিল না মুশফিকের দিনগুলো। ব্যাটিং থেকে শুরু করে কিপিং সবখানেই যেন হারিয়ে গিয়েছিলেন তিনি। আর এশিয়া কাপেও দেখা গেল সেই একই অবস্থা। যার ফলে তিনি নিজে থেকেই সরে গিয়েছেন ক্রিকেটের এই সংক্ষিপ্ত ফরমাট থেকে।