Friday, March 24, 2023
বাড়িInternational৫০০ ছাত্রীর মধ্যে একজন ছাত্র, অতঃপর ঘটল অনাকাঙ্খিত ঘটনা

৫০০ ছাত্রীর মধ্যে একজন ছাত্র, অতঃপর ঘটল অনাকাঙ্খিত ঘটনা

Ads

এবার ভারতে ঘটেছে একটি অবাক করা ঘটনা সেখানে এক পরীক্ষার হলে ৫০০ ছাত্রীর মাঝে নিজেকে একা দেখেই জ্ঞান হারিয়েছে সেই ছাত্র। মূলত পরীক্ষার হলে ৫শ ছাত্রীর মধ্যে মাত্র একজন ছাত্র ছিল সে। আশেপাশের সব শিক্ষার্থীকে দেখে জ্ঞান হারিয়ে ফেলেন ওই শিক্ষার্থী। বুধবার ভারতের বিহারের আল্লামা ইকবাল কলেজে এ ঘটনা ঘটে।

প্রতিবেদনে বলা হয়েছে, ওই ছাত্রের নাম মণি শঙ্কর। তার বয়স ১৭ বছর। তিনি পরীক্ষার হলে এসে জানতে পারেন, ৫শ শিক্ষার্থীর মধ্যে তিনিই একমাত্র ছাত্র। একপর্যায়ে তিনি পরীক্ষার হলে জ্ঞান হারিয়ে ফেলেন।

তার এক আত্মীয় জানান, পরীক্ষার হলে গিয়ে এত মেয়ে দেখে জ্বর এসেছে।

আপাতত অবস্থা স্থিতিশীল বলে জানিয়েছেন চিকিৎসকরা। তার চিকিৎসা চলছে।

এদিক ৫০০ ছাত্রীর মাঝে শুধু একজন ছেলের পরীক্ষার বিষয় নিয়ে কথা বলতে গিয়ে পরীক্ষা কেন্দ্রের অধ্যক্ষ শশী ভূষণ প্রসাদ বলেন, অভিভাবক বা স্কুল কর্তৃপক্ষের ভুলের কারণে ছেলেটির প্রবেশপত্রে তার লিঙ্গের পরিবর্তে মহিলা উল্লেখ করা হয়েছে।

Looks like you have blocked notifications!
Ads
[json_importer]
RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Most Popular

Recent Comments