Thursday, March 23, 2023
বাড়িEntertainmentআমার দেশের তেল নিয়ে অন্য দেশের মানুষরা গাড়ি চালাচ্ছে, কিন্তু আমরা পারছি...

আমার দেশের তেল নিয়ে অন্য দেশের মানুষরা গাড়ি চালাচ্ছে, কিন্তু আমরা পারছি না :তিশা

Ads

দীর্ঘ বছর ধরে বাংলাদেশের জনপ্রিয় নির্মাতা মোস্তফা সারোয়ার ফারুকীর একটি সিনেমা সেন্সরে আটকে রয়েছে। সিনেমাটির নাম হচ্ছে শনিবার বিকেল। এদিকে শুক্রবার দেশের ৫০টি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে নুসরাত ইমরোজ তিশা অভিনীত ‘বীরকন্যা প্রীতিলতা’। এই ছবির মাধ্যমে দীর্ঘ বিরতির পর পর্দায় ফিরেছেন তিশা। যদিও বিরতির পর ‘শনিবার বিকেল’ নিয়ে ফিরতে চেয়েছিলেন তিনি।

কিন্তু নানা জটিলতায় ছবিটি সেন্সরে আটকে আছে। নানা বিষয় নিয়ে কথা হয় এই অভিনেত্রীর সঙ্গে। জানতে চাওয়া হয়েছিল, ‘শনিবার বিকেল’ আজ মুক্তি পাওয়ার কথা থাকলেও ‘বীরকন্যা প্রীতিলতা’ মুক্তি পেয়েছে। ব্যাপারটা কিভাবে নিচ্ছেন?

জবাবে তিশা বলেন, দুটি ছবিই আমার সন্তানের মতো। ‘বীরকন্যা প্রীতিলতা’র অনেক আগে ‘শনিবার বিকেল’-এর শুটিং করেছি। কিন্তু তার আগেই মুক্তি পেয়েছে বীরকন্যা ছবিটি। তবে আমি সত্যিই বিরতির পর ‘শনিবার বিকেল’ নিয়ে ফিরে আসতে চেয়েছিলাম। কিন্তু তা হয়নি। নানা কারণে ছবিটি মুক্তি পাচ্ছে না। আমরা জানি না কেন তারা পাচ্ছেন না।

এদিকে একই ঘটনার ওপর নির্মিত হিন্দি ভাষার ছবি ‘শনিবার বিকেল’ মুক্তি পেয়েছে আজ। খারাপ লাগছে না? জবাবে তিনি বলেন, ভালো লাগা বা খারাপ লাগা অন্য ব্যাপার। ব্যাপারটা হল, অন্য দেশের মানুষ আমার দেশের তেল দিয়ে গাড়ি চালাচ্ছে, কিন্তু আমরা নিজেদের তেল দিয়ে নিজেদের গাড়ি চালাতে পারি না। ব্যাপারটা বুঝলে।

জানতে চাওয়া হয়েছিল, ‘শনিবার বিকেল’ মুক্তির পেছনের কারণ কী? তিনি বলেন, আমরা তা বলতে পারি না। আমরা শুধু সিনেমায় অভিনয় করেছি। আমার মনে হয় পরিচালকও কিছু বলতে পারবেন না। যারা ছবিটি আটকে রেখেছেন তাদের জিজ্ঞাসা করুন। তারা সবকিছু পরিষ্কারভাবে বলতে পারে।

উল্লেখ্য, বাংলাদেশের ছোটপর্দার অন্যতম জনপ্রিয় অভিনেত্রী নুসরত ইমরোজ তিশা। ক্যারিয়ারে অসংখ নাটকে কাজ করেছেন তিনি এবং নাটকের পাশাপাশি সিনেমাতেও অভিনয় করেছেন তিনি কাজের স্বীকৃতিস্বরুপ পেয়েছেন অসংখ পুরুস্কার আর পেয়েছেন দর্শকদের ভালবাসা।

Looks like you have blocked notifications!
Ads
[json_importer]
RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Most Popular

Recent Comments