এবার ইরানে ঘটে গেছে উদ্বেগজনক এক ঘটনা যা নিয়ে ইতিমধ্যে নানা আলোচনা সমালোচনা শুরু হয়েছে। মূলত সেখানের এক পুলিশ প্রধানকে ১৫ বছরের এক কিশোরীর সাথে খারাপ কাজের দায়ে ১৫ মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। গত শুক্রবার ইরানের বিচার বিভাগ বলেছে, পুলিশের ভাবমূর্তি ক্ষুণ্ন করার দায়ে তাকে কারাদণ্ড দেওয়া হয়েছে।
বিচার বিভাগের বার্তা সংস্থা জানিয়েছে যে ৩ ডিসেম্বর একটি সামরিক ট্রাইব্যুনাল চাবাহার শহরের প্রাক্তন পুলিশ কমান্ডার ইব্রাহিম কোচজাইকে ১৫ মাসের কারাদণ্ড দেয়। ফারহিখতেগান পত্রিকা ৯ নভেম্বর কর্নেল কোচজাই সম্পর্কে খবর প্রকাশ করেছিল। একটি ১৫ বছর বয়সী মেয়েকে তার ভাইকে না ফেরার দেশে পাঠানোর অভিযোগে দক্ষিণ-পূর্ব অঞ্চলের একটি বন্দরে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল।
জিজ্ঞাসাবাদের সময় মেয়েটি কোচজাইয়ের সাথে একা ছিল এবং সেই সময় কোনও নজরদারি ক্যামেরা ছিল না। ঘটনার পর মেয়েটি বাড়ি ফিরে পুলিশ কমান্ডার তার সাথে খারাপ কাজ করে বলে অভিযোগ করে। ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ।
তবে মেয়েটির সাথে খারাপ কাজ করা হয়নি বলে জানিয়েছেন চিকিৎসক। মেয়েটির পরিবার মেডিকেল পরীক্ষকের মন্তব্য মানতে রাজি হয়নি। এই ঘটনার পর সিস্তান-বেলুচিস্তান প্রদেশের রাজধানী জাহেদানে সং2ঘর্ষ ও বিক্ষোভ হয়। চাবাহার এখানে অবস্থিত। সিস্তান-বেলুচিস্তান প্রদেশে সংখ্যালঘু বেলুচ সম্প্রদায়ের বসবাস। এখানে প্রায়ই সহিংসতার ঘটনা ঘটে। ইরানের সুন্নি সংখ্যালঘুরা জাহেদান ও চাবাহার শহরে বাস করে।
কোচজাইয়ের বিরুদ্ধে আরও অভিযোগ তদন্তাধীন। গত সেপ্টেম্বরে বিক্ষোভের পর কর্তৃপক্ষ দুই আঞ্চলিক নিরাপত্তা কর্মকর্তাকে বরখাস্ত করে।
উল্লেখ্য, পুলিশ কর্মকর্তার এমন ঘটনা নিয়ে স্বভাবতই নানা আলোচনা ছড়িয়েছে এবং দেখা যাচ্ছে এই ঘটনায় অনেকে এই কর্মকান্ডের নিন্দা জানাচ্ছে সামাজিক যোগাযোগ মাধমেও ঘটনাটি নানা প্রতিক্রিয়া ছড়াচ্ছে।