বাংলাদেশের বিনোদন জগতের জনপ্রিয় অভিনেত্রী সাদিকা পারভীন পপি ৯০ দশকে তার অভিনয় ক্যারিয়ার শুরু হয়েছিল এবং তার নজর কাড়া গ্লামার্স এবং সুনিপুণ অভিনয়ের দক্ষতার কারণে তিনি দ্রুত জনপ্রিয়তা পেতে থাকেন এবং শীর্ষ অভিনেত্রীদের তালিকায় উঠে আসুন খুব অল্প সময় এর পরে আর পিছনে ফিরে তাকাতে থাকে তবে অভিনয় জীবনের পাশাপাশি ব্যক্তিগত জীবন নিয়েও বেশ আলোচিত এই অভিনেত্রী
আজ ১০ সেপ্টেম্বর চিত্রনায়িকা পপির জন্মদিন। তবে এবার নেই কোনো বর্ণাঢ্য আয়োজন। বর্তমানে তিনি গণমাধ্যমকর্মী এবং আত্মীয়-স্বজন থেকে বিচ্ছিন্ন আছেন। আগে তিনি বর্ণাঢ্য আয়োজনে এই দিনটি পালন করতেন। এবারের জন্মদিন পার করছেন বিয়ে ও সন্তানের গুজব মাথায় নিয়ে। জন্মদিন সামনে রেখে স্বামী ও সন্তানের কথা জানতে চাইলে পপি এই রিপোর্টারকে বলেন, ‘সময় হলে সবই বলব।’
এভাবে তিনি বিষয় দুটি বিষয় স্বীকার বা অস্বীকার না করে রসিকতা দিয়ে সুকৌশলে এড়িয়ে যান। সম্প্রতি একজন জানান, স্থানীয় একটি পোস্ট-অফিসে পপির যাতায়াত আছে। তিনি সেখানকার কর্মীদের সন্তান হওয়ার মিষ্টি খাওয়ান। তথ্যদাতাও সে মিষ্টির ভাগ পেয়েছেন। এ বিষয়টি জানতে চাওয়া হলে পপি বলেন, ‘বিরিয়ানি তো খাওয়াইনি।’ এটাই হলো তার এড়িয়ে যাওয়ার ধরণ। জন্মদিন কিভাবে কোথায় পালন করছেন জানতে চাওয়া হলে তিনি ভিন্নভাবে ব্যাখ্যা দিতে শুরু করেন।
তিনি বলেন, ‘জন্মদিনের কোনো আয়োজন নেই, প্রয়োজনও নেই। কেন জন্মেছি বুঝতে পারছি না। গত কয়েক বছরে আমার জীবন দর্শন এলোমেলো হয়ে গেছে। সারাজীবন নিজের ইচ্ছায় আমি কিছু করতে পারিনি। অন্যের কথায় খেয়েছি, পরেছি, চলেছি। এখন নিজের মতো চলতে গিয়ে পদে পদে শুধু হোঁচটই খাচ্ছি। নতুন অভিজ্ঞতা অর্জন করছি।’ এভাবেই বর্তমানকে বর্ণনা করলেন পপি।
ঘুরেফিরে তিনি বলতে চাইছেন দাউদ হায়দারের সেই কবিতার শিরোনামের মতো ‘জন্মই আমার আজন্ম পাপ’। এক সময় পপি বর্ণাঢ্য আয়োজনে জন্মদিন পালন করতেন। চিত্রজগত থেকেও তিনি এখন দূরে সরে রয়েছেন। রাজু আলিম প্রযোজিত একটি ছবির শুটিংয়ের শেষ দিকের কাজ অসমাপ্ত রেখেই হঠাৎ সকলের আড়ালে চলে যান। সেখান থেকে তিনি আর প্রকাশ্যে আসেননি। সহসা আসবেন বলেও মনে হচ্ছে না। তার সম্পদগুলোও অগোছালো রয়েছে। সেগুলো গুছানো নিয়ে ব্যস্ত রয়েছেন। মনে হচ্ছে, সহসা তিনি আড়াল ভাঙ্গবেন না।
উল্লেখ্য, অভিনেত্রী সাদিকা পারভীন পপির ব্যক্তিগত জীবন নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন সময় আলোচনা হয়ে থাকে এর কারণ হচ্ছে জীবনের এতোগুলো বসন্ত পেরিয়ে গেলেও এখনো পর্যন্ত বিবাহ বন্ধনে আবদ্ধ হননি জনপ্রিয় এই অভিনেত্রী তবে বিভিন্ন সময় তার বিয়ের খবর সামাজিক যোগাযোগ মাধ্যমে উঠে আসে