Friday, March 24, 2023
বাড়িEntertainmentদুর্নীতি মামলায় অভিযুক্ত হলেন বাংলা সিনেমার জনপ্রিয় অভিনেতা, যা বললেন তার স্ত্রী

দুর্নীতি মামলায় অভিযুক্ত হলেন বাংলা সিনেমার জনপ্রিয় অভিনেতা, যা বললেন তার স্ত্রী

Ads

এবার দুর্নীতিতে নাম উঠেছে কলকাতার অন্যতম আলোচিত অভিনেতা বনি সেনগুপ্তর। শিক্ষক নিয়েগের বানে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ রয়েছে তার দিকে। বিষয়টি এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) তদন্ত করেছে। বৃহস্পতিবার বনি সেনগুপ্তকে দীর্ঘক্ষণ জিজ্ঞাসাবাদ করা হয়।

এ নিয়ে মুখ খুললেন বনির স্ত্রী কৌশানি মুখোপাধ্যায়। কারণ এ ঘটনায় তার নামও জড়িত। হিন্দুস্তান টাইমসের খবর।

ইডি সূত্রে খবর, ওপার বাংলার কয়েকটি সংবাদমাধ্যম কুন্তলের কাছ থেকে মোটা টাকা নেওয়ার অভিযোগে অভিনেত্রীর বিরুদ্ধে প্রমাণ রয়েছে বলে খবর প্রকাশ করেছে। বৃহস্পতিবার এক সাক্ষাৎকারে সব অভিযোগ অস্বীকার করেছেন কৌশানি। তিনি বলেন, কাজের সূত্রে যা আছে তাই নিয়েছি। কুন্তলের সঙ্গে আমার কোনো ঘনিষ্ঠ সম্পর্ক নেই। কুন্তল একজন ইভেন্ট ম্যানেজার। তার সৌজন্যে দিয়ে কয়েক জায়গায় হাজির হয়েছি। তিনি আমাকেও পাঠিয়েছেন যা তার প্রাপ্য ছিল। আমরা এরকম হাজার হাজার ইভেন্ট ম্যানেজারের সাথে কাজ করি। কে কিভাবে টাকা কামাচ্ছে তা আমাদের পক্ষে জানা সম্ভব নয়।

এরপর তিনি বলেন, বনি সেনগুপ্তের সব পেশাগত লেনদেন তার মা ও বাবা দেখেছেন। এতে আমার কোনো ভূমিকা নেই। বনির টাকা হিসেব করে তার বাবা-মা দিতে পারে। আমাদের সম্পর্ক বাড়িতে। সম্পর্কটা আমি কখনো ঘর থেকে বের করিনি। এত দামি গাড়ি কিনলেন বনি, তার মনে প্রশ্ন জাগেনি? কৌশানি বলেন, বনি একজন সফল অভিনেতা। দামি গাড়ি কিনবেন তিনি, প্রশ্ন তোলার কী আছে? এটা তার পেশাগত ব্যাপার। আমি কেন তার মধ্যে প্রশ্ন তুলতে যাব?

উল্লেখ্য, বনি -কৌশানী দুজনেই তারকা দম্পতি। কলকাতার বিনোদন জগতে এই দম্পতি বেশ আলোচিত একে ওপরের ভালো মন্দ এবং নিজেদের নানা বিষয় সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করেন এই দম্পতি।

 

Looks like you have blocked notifications!
Ads
[json_importer]
RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Most Popular

Recent Comments