বাংলাদেশের মানবাধিকার লঙ্ঘনের বিষয়টি নিয়ে আন্তজার্তিক মহলে বিভিন্ন আলোচনা চলমান রয়েছ। এরই মধ্যে মার্কিন যুক্তরাষ্ট্র প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটি বক্তব্য প্রত্যাখ্যান করেছে। সেটি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিশদভাবে একটি স্ট্যাটাস দিয়েছেন লেখক ও বিশ্লেষক শামসুল আলম।নিচে সেটি পাঠকদের জন্য তুলে ধরা হল-
রাশিয়ার উপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা মানবাধিকারের লঙ্ঘন এবং অর্থনৈতিক নানা সংকটের কারণ” বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাম্প্রতিক এমন বক্তব্যকে প্রত্যাখ্যান করেছে যুক্তরাষ্ট্র।
জাতিসংঘে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত লিনডা থমাস গ্রীনফিল্ডের ব্রিফিংয়ে বলেন, “আমরা খুব স্পষ্ট করে বলে দিতে চাই মানবিক কোনো উদ্যোগ এবং শস্য পণ্য সরবরাহে যুক্তরাষ্ট্র কোনো নিষেধাজ্ঞা আরোপ করেনি। যে জিনিসটা মানুষকে ভোগাচ্ছে সেটা হলো ইউক্রেনের জনগণের ওপর রাশিয়ার আক্রমণাত্মক এবং অপ্রয়োজনীয় যুুদ্ধ চাপিয়ে দেয়া।”
উল্লেখ্য, গত ৬ অক্টোবর যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্র সফর নিয়ে গণভবনে এক সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যুক্তরাষ্ট্রের কড়া সমালোচনা করেন।