গতকাল মঙ্গলবার বাংলাদেশ ব্যাংকের ডিপার্টমেন্ট অব অফ-সাইট সুপারভিশন থেকে একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে সেখানে বলা হয়েছে নতুন সফটওয়্যারের সঙ্গে ব্যাংকিং কার্যক্রম সমন্বয় করতে পদ্মা ব্যাংকের সব সেবা চারদিন বন্ধ থাকবে।
মঙ্গলবার বিকেলে বাংলাদেশ ব্যাংক এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে।
নতুন কোর ব্যাংকিং সফটওয়্যারে মাইগ্রেশনের জন্য পদ্মা ব্যাংক লিমিটেডের ব্যাংকিং লেনদেন সাময়িকভাবে বন্ধ থাকবে বলে জানা গেছে। ২১ ডিসেম্বর দুপুর ১২টা থেকে ২৫ ডিসেম্বর রাত ১১টা ৫৫ মিনিট পর্যন্ত ব্যাংকিং কার্যক্রম সাময়িক স্থগিত রাখার বিষয়ে পদ্মা ব্যাংকের আবেদন মঞ্জুর করা হয়েছে।
ক্যাংকিং কার্যক্রম পরিচালনার জন্য সফটওয়্যারে মাইগ্রেশন জরুরি একটি বিষয়। এবারে নতুন কোর ব্যাংকিং সফটওয়্যারে মাইগ্রেশনের জন্য পদ্মা ব্যাংক লিমিটেডের ব্যাংকিং লেনদেন সাময়িকভাবে বন্ধ থাকার বিষয়ে অবগত করেছে বাংলাদেশ ব্যাঙ্ক।