সুন্দরী প্রতিযোগিতার আয়োজকদের বিরুধ্যে এবার অভিযোগ তুলেছেন মিসেস ইউনিভার্স বাংলাদেশ ২০২২ এর বিজেতা রাহা। ‘মিসেস এশিয়া বাংলাদেশ ২০২২ ‘ ক্যাটাগরিতে জিতেছেন তিনি । এবার এই বিজয়ী অনুষ্ঠানের আয়োজকদের বিরুদ্ধে আত্মসাৎ, ভয়ভীতি ও হুমকির অভিযোগে থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।
গত রোববার সন্ধ্যায় সুন্দরী প্রতিযোগিতার আয়োজক অপূর্ব ডটকমের মালিক অপূর্ব আবদুল লতিফ ও তার স্ত্রী আফসানা হেলালী ওরফে জোনাকি গুলশান থানায় একটি জিডি করেন। জিডি নং ১৯৪৪ /২৭ -১১-২০২২ । জিডির বিষয়টি নিশ্চিত করেছেন গুলশান থানার উপ-পরিদর্শক মো. ফয়জুল হক
জিডিতে রাহা উল্লেখ করেছেন, তার ‘মিসেস’-এ অংশ নেওয়ার কথা ছিল। মিসেস এশিয়া নির্বাচিত হওয়ার পর ২০ নভেম্বর থেকে থাইল্যান্ডে এশিয়া ইন্টারন্যাশনাল ২০২২ ‘ ইভেন্ট শুরু হবে। অপূর্ব ডটকমের মালিক ও তার স্ত্রী অনুষ্ঠানের জন্য ভিসা, বিমান ভাড়া, খাবার, থাকার ব্যবস্থা এবং পোশাক কেনার জন্য তার কাছ থেকে ছয় লাখ টাকা ও পাসপোর্ট নেন। কিন্তু দিন যত ঘনিয়ে আসছিল তার কোনো খবর পাওয়া যাচ্ছিল না।
উল্লেখ্য, সুন্দরী প্রতিযোগিতায় বিজয়ী হওয়া এক প্রতিযোগী এবার প্রতিযোগিতার আয়োজক অপূর্ব ডটকমের মালিক অপূর্ব আবদুল লতিফ ও তার স্ত্রী আফসানা হেলালী এর নামে গুলশান থানায় একটি জিডি করেন