নব্বইয়ের দশকে ব্যাপক আধিপত্য ধরে রেখেছিলেন বলিউডের জনপ্রিয় অভিনেতা গোবিন্দ। রোমান্টিক কমেডি ঘরানার একের পর এক হিট ছবি দিয়েছেন তিনি। কিন্তু জানেন কি, ৯০-এর দশকের হিট এই নায়কের সংসার ভাঙতে গিয়েও বেঁচে গিয়েছিল। গোবিন্দকে ছেড়ে যাওয়ার হুমকি দিলেন স্ত্রী সুনিতা আহুজা।তবে শেষমেশ নিজেকে সংশোধন করে পরিবার এর কথা চিন্তা করে গোবিন্দ নিলেন ইতিবাচক সিদ্ধান্ত।
গোবিন্দ এবং রানী মুখার্জি সবেমাত্র তাদের ক্যারিয়ারের শীর্ষে বলিউডে প্রবেশ করেছিলেন। বেশ কয়েকটি ছবিতে একসঙ্গে কাজ করেছেন গোবিন্দ-রানি। দুজনের রসায়ন দর্শকদের মন কেড়েছে। তখনই তার নম্র স্বভাব দেখে গোবিন্দের প্রেমে পড়ে যান রানি। কথিত আছে এক সাংবাদিক গোবিন্দ ও রানিকে হোটেলের ঘরে একসঙ্গে দেখেছিলেন।
‘হাদ করদি আপনে’ ছবির শুটিংয়ের সময় ঘনিষ্ঠ হয়ে ওঠেন গোবিন্দ ও রানি। বিবাহিত হলেও রানির প্রেমে পড়েন গোবিন্দ। পার্টিতে একসঙ্গে দেখা গেছে দুজনকে।
‘পার্টনার’ অভিনেতা দামি দামি উপহার দিতে শুরু করলেন ‘বান্টি অর বাবলি’ অভিনেত্রীকে। এরপর স্বামীকে ছেড়ে চলে যাওয়ার হুমকি দেন সুনিতা। আর গোবিন্দ তার বিবাহিত জীবন বাঁচাতে নিজেকে রানি থেকে সরিয়ে নেন।
উল্লেখ্য, ১৯৮৭ সালে গোবিন্দ ও সুনীতার বিয়ে হয়। বিয়ের দুই বছর পর কন্যা টিনার জন্ম হয়। ছোট ছেলে যশবর্ধনের জন্ম ১৯৯৭ সালে। যশবর্ধন খুব শীঘ্রই বলিউডে পা রাখবেন বলে আশা করা হচ্ছে। এদিকে রানি ২০১৪ সালে বিয়ে করেন। কন্যা আদিরার জন্ম হয় ২০১৫ সালে।