Friday, March 24, 2023
বাড়িEntertainmentসিনবাদখ্যাত জনপ্রিয় অভিনেতা আর নেই

সিনবাদখ্যাত জনপ্রিয় অভিনেতা আর নেই

Ads

নব্বইর দশকে জনপ্রিয় যে সকল অনুষ্ঠান ছিল তার মধ্যে সিনবাদ অত্যান্ত জনপ্রিয় একটি অনুষ্ঠান। এই ধারাবাহিকটি মানুষ খুবই আগ্রহ নিয়ে দেখতো এবং দর্শকপ্রিয় এই ধারাবাহিকের সিনবাদ চরিত্রটি ব্যাপক পছন্দের ছিল।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান জনপ্রিয় সিন্দাবাদ অভিনেতা শাহনেওয়াজ প্রধান। তিনি বলিউড, টিভি এবং ওটিটি প্ল্যাটফর্মে ব্যাপকভাবে কাজ করেছেন।

৫৬ বছর বয়সী অভিনেতা তীব্র বুকে ব্যথার অভিযোগ করার পরে শুক্রবার একটি অনুষ্ঠানে ভেঙে পড়েন। এরপর তাকে কোকিলাবেন দিরুভাই আম্বানি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু চিকিৎসকরা অনেক চেষ্টা করেও তাকে বাঁচাতে পারেননি।

টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়েছে, ওই সময় হাসপাতালে উপস্থিত ছিলেন টিভি অভিনেত্রী সুরভি তিওয়ারি। হাসপাতালে গিয়েছিলেন ভাইয়ের চিকিৎসার জন্য। তিনি দেখেন শাহনেওয়াজকে স্ট্রেচারে করে হাসপাতালে আনা হচ্ছে। শাহনেওয়াজকে সঙ্গে সঙ্গে আমার ভাইয়ের বিছানায় নিয়ে যাওয়া হয় বলে জানান সুরভি নবভারত।

এ সময় তিনি শাহনেওয়াজের পালস পাচ্ছেন না বলে চিকিৎসকদের বলতে শুনেছেন। তার হার্টও কাজ করছে না। শাহনেওয়াজকে হাসপাতালে নিয়ে আসা লোকজন চিকিৎসকদের জানান, তারা একটি অনুষ্ঠানে ছিলেন। হৃদরোগে আক্রান্ত হয়ে সেখানেই জ্ঞান হারান প্রবীণ অভিনেতা।

পরে সুরভি তাদের জিজ্ঞেস করে কিভাবে এটা হল এবং আগে কোন সমস্যা আছে কিনা। তারা সুরভিকে জানান, কয়েক মাস আগে শাহনেওয়াজের বাইপাস সার্জারি হয়। এই অভিনেত্রী বলেন, শাহনেওয়াজ খুব ভালো মানুষ ছিলেন। তিনি সবসময় যোগাযোগ করতেন।

উল্লেখ্য, সিনবাদ দ্য সেলর চরিত্রে অভিনয় করে ব্যাপক জনপ্রিয়তা পান শাহনেওয়াজ। পরে জনপ্রিয় ওয়েব সিরিজ মির্জাপুরেও কাজ করেন। এছাড়া কণ্ঠশিল্পী হিসেবেও সমান জনপ্রিয় ছিলেন শাহনেওয়াজ।

Looks like you have blocked notifications!
Ads
[json_importer]
RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Most Popular

Recent Comments