বাংলাদেশের রিজার্ভ নিয়ে বেশ আলোচনা শুরু হয়েছে বিশেষ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কিছুদিন আগে গণমাধমে পায়রা বন্দর উদ্ভোদনের সময় বলেছেন রিজার্ভ দিয়ে দেশের উন্নয়ন কর্মকান্ড করা হচ্ছে এবং তার সরকার রিজার্ভ চিবিয়ে খায় নি। এই রিজার্ভ প্রসঙ্গে একটি স্ট্যাটাস দিয়েছেন লেখক সামসুল আলম, নিচে সেটি তুলে ধরা হল –
রিজার্ভ শেষ, আর চলছে না বাংলাদেশ !!
ইন্টারন্যানাল ব্যাংকিং এবং ট্রেড ব্যাহত হচ্ছে।
ট্রাস্ট ব্যাংকে মিলিটারী অফিসাররা ছেলে/মেয়ের জন্য টাকা পাঠাতে গেলে যেখানে ২০-২৫ হাজার ডলার দরকার সেখানে ব্যাংক ৫ হাজারের বেশি দিতে পারছে না। কারণ বাংলাদেশ ব্যাংকের নিষেধাজ্ঞা আছে। ফলে সন্তানদের লেখাপড়া বিঘ্নিত হচ্ছে।
টার্কিশ এয়ারলাইন্সের এক দায়িত্বশীল জানায়, তারা এখন ঢাকায় দুটি ফ্লাইট চালায় সপ্তাহে। কিন্তু সহসাই কমিয়ে ১দিন চালাবে, এমনকি বন্ধও করে দিতে পারে। এর কারণ ডলার সংকট। সকল এয়ালাইন্স ঢাকায় বাংলাদেশী টাকায় টিকেট বিক্রি করে। কিন্তু তা নিজ দেশ পাঠাতে হলে ডলারে জমা দিতে হয় বাংলাদেশ ব্যাংকে। এই ডলার জোগাড় করতে পারছে না। ফলে ফ্লাইট চালিয়ে লাভ কি?
এভাবে ডলার সংকটে কেবল জ্বালানী তেল, গ্যাস, বিদ্যুৎ সংকট হচ্ছেনা, দেশের সবকিছু কলাপ্স হয়ে যাচ্ছে একে একে।