সারা বিশ্বের বিভিন্ন দেশে বর্তমানে আর্থিক অবস্থার পরিবর্তন ঘটেছে কিছু কিছু দেশে বিশেষ করে এশিয়ার দেশগুলোতে দেখা যাচ্ছে এই পরিস্থিতি বিদ্যমান রয়েছে, সম্প্রতি এশিয়ার অন্যতম বৃহৎ রাষ্ট্র ভারতের বৈদেশিক মুদ্রার রিজার্ভ গত সপ্তাহে ৩৩০ মিলিয়ন ডলার কমেছে। ২৪ ফেব্রুয়ারি শেষ হওয়া সপ্তাহ শেষে দেশের রিজার্ভ দাঁড়িয়েছে ৫৬০ .৯৪ বিলিয়ন ডলারে। গত তিন মাসে এটাই ভারতের সর্বনিম্ন রিজার্ভ। ভারতীয় রিজার্ভ ব্যাঙ্কের বরাত দিয়ে এনডিটিভি এই তথ্য নিশ্চিত করেছে।
আরও পড়ুন:
এনডিটিভির রিপোর্ট অনুযায়ী, গত তিন সপ্তাহে ভারতের রিজার্ভ ১৫ বিলিয়ন ডলার কমেছে। ১৭ ফেব্রুয়ারি শেষ হওয়া সপ্তাহে ভারতের রিজার্ভ ৫৬১ .২৭ বিলিয়ন ছিল।
শুধু তাই নয়, ডলারের মূল্য ধরে রাখতেও হিমশিম খাচ্ছে দেশটি। ডলারের বিপরীতে রুপির মান ধরে রাখতে বেশ কিছু পদক্ষেপ নিয়েছে ভারতের কেন্দ্রীয় ব্যাংক। রুপির মূল্য ৮৩-এর নিচে না নামতে ডলার বিক্রি বাড়িয়েছে কেন্দ্রীয় ব্যাংক। এমন পরিস্থিতিতে দেশের রিজার্ভ আবারও কমে যাচ্ছে বলে উদ্বেগ প্রকাশ করেছেন অর্থনীতিবিদরা।
অন্যদিকে, দেশটির জাতীয় পরিসংখ্যান বিভাগ পূর্বাভাস দিয়েছে যে চলতি অর্থবছরে ভারতের জিডিপি প্রবৃদ্ধি সাত শতাংশ হতে পারে। দেশের প্রধান অর্থনৈতিক উপদেষ্টা (সিইএ) ভি অনন্ত নাগেশ্বরন বলেছেন যে পুরো অর্থবছরের জন্য সাত শতাংশ প্রবৃদ্ধি অর্জন করতে, মার্চ ত্রৈমাসিকে চার থেকে চার.১ শতাংশ প্রবৃদ্ধি প্রয়োজন।
সাত শতাংশ বৃদ্ধির পূর্বাভাসকে “বাস্তববাদী” বলে অভিহিত করে, ভি অনন্ত নাগেশ্বরন বলেন, উৎপাদন ভালো অবস্থানে রয়েছে। তবে পূর্বাভাসের কথা মাথায় রেখে অনিশ্চয়তা মোকাবেলার জন্য ভারতকে প্রস্তুত থাকতে হবে। আর এই সংকট শুধু ভারতের নয়, গোটা বিশ্বের সমস্যা।
উল্লেখ্য, বৈশ্বিক অবস্থার কারনে বর্তমানে বিভিন্ন দেশে আর্থিক মন্দা দেখা দিয়েছে পাকিস্তান বাংলাদেশ এর পাশাপাশি এবার ভারতেও দেখা যাচ্ছে একই অবস্থা।