এবার জোনায়েদ সাকিকে প্রতিরোধের ঘোষণা দিয়েছেন এক আওয়ামীলীগ নেতা মূলত সাকি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরকে নিয়ে ‘বিরূপ মন্তব্য’ করায় এই প্রতিরোধের ঘোষণা দিয়েছেন আওয়ামী লীগের ওই নেতা।
শনিবার ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের দপ্তর সম্পাদক রিয়াজ উদ্দিন রিয়াজ তার ফেসবুক পেজে এ ঘোষণা দেন। আগামীকাল (রোববার) থেকে জুনায়েদ সাকিকে ঢাকা মহানগরীর যেখানেই পাওয়া যাবে তাকে আটকানোর হুঁশিয়ারি দিয়েছেন তিনি।
রিয়াজ উদ্দিন রিয়াজ তার ফেসবুক পেজে লিখেছেন, বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জননেতা ওবায়দুল কাদেরকে নিয়ে মন্তব্য করার সাহস পায় কোথায়? আগামীকাল থেকে ঢাকা শহরে যেখানেই পারি জুনায়েদ সাকিকে প্রতিহত করব।
প্রসঙ্গত, শনিবার বিকেলে জাতীয় প্রেসক্লাবের সামনে এক সমাবেশে ওবায়দুল কাদের ও হিরো আলমকে নিয়ে বিরূপ মন্তব্য করেন জুনায়েদ সাকি।যা নিয়ে ব্যাপক আলোচনা সমালোচনা ছড়ায় রাজনৈতিক অঙ্গনে।