বাংলাদেশের অন্যতম জনপ্রিয় তারকা ক্রিকেটার সাকিব আল হাসান। ক্রিকেটের পাশাপাশি তিনি বিজ্ঞাপনে কাজ করে থাকেন ইতিপূর্বেও তাকে অনেক কোম্পানির ব্র্যান্ড এম্বাসেডর হতে দেখা গিয়েছে এবার তারাই ধারাবাহিকতায় একটি বিজ্ঞাপনে কাজ করেছেন সাকিব আল হাসান এবং তার সাথে জুটি বাঁধেন রাজ্ রিপা
বাংলাদেশ জাতীয় দলের অধিনায়ক ও বিশ্বের সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান ঢাকাই চলচ্চিত্রের উদীয়মান নায়িকা রাজ রিপার সঙ্গে বিজ্ঞাপনচিত্রে কাজ করেছেন।
এই নিয়ে দ্বিতীয়বার সাকিব আল হাসানের সঙ্গে বিজ্ঞাপনে জুটি বাঁধলেন রিপা। এটি নির্মাণ করেছিলেন আজমান রুশো।
নতুন এই বিজ্ঞাপন প্রসঙ্গে রাজ রিপা বলেন, চরিত্রটি চ্যালেঞ্জিং। এই বিজ্ঞাপনের মাধ্যমে দর্শকরা নতুন রিপাকে দেখেছেন বলে আমার বিশ্বাস। পরিচালক রুশো ভাই, সাকিব আল হাসান ভাই এবং দর্শকদের প্রশংসায় আমি গর্বিত। একজন অলরাউন্ডারের পাশে দাঁড়ানোর যোগ্যতা প্রমাণ করতে পারাটাই আমার সবচেয়ে বড় অর্জন।
উল্লেখ্য, রাজ্ রিপা বাংলাদেশের বিনোদল জগতের উদীয়মান অভিনেত্রী। মডেলিং এবং বিজ্ঞাপনের মাধ্যমেই তিনি জনপ্রিয় হযেছেন গত বছরের সেপ্টেম্বরে গ্রামীণফোনের একটি বিজ্ঞাপনে সাকিব আল হাসানের সঙ্গে দেখা গিয়েছিল রাজ রিপাকে। সেখানে বিজ্ঞাপনটি নির্মাণ করেন আদনান আল রাজীব।