বাংলা সিনেমার সোনালী সময় ছিল নব্বই দশক। সালমান শাহ সেই সময়টাতে রাজত্ব করেছিলেন এবং সেই সাথে বাংলা সিনেমাকে নিয়ে গিয়েছিলেন অনন্য পর্যায়ে। তার সাথে অভিনয় করা নব্বই দশকের জনপ্রিয় অভিনেত্রী রোকসানা হাসি সোনিয়া দেশে ফিরেছেন ২১ ডিসেম্বর। তিনি দুই বছর ধরে যুক্তরাজ্যের লন্ডনে বসবাস করছেন।
এবার ১৮ বছর পর দেশে ফিরেছেন ‘স্বপ্নের অদ্রেষা’ খ্যাত এই অভিনেত্রী। দেশে ফিরে কাকরাইলের ‘নিরাপদ সড়ক চাই’ কার্যালয়ে দেখা করেন শিল্পী সমিতির সভাপতি অভিনেতা ইলিয়াস কাঞ্চনের সঙ্গে।
২৫ ডিসেম্বর ফিল্ম ক্লাবের নির্বাচনেও অংশ নেন তিনি। দিনভর সহকর্মীদের সঙ্গে আনন্দ ভাগাভাগি করেন।
সোনিয়া বলেন, ‘এবার অনেকদিন পর দেশে ফিরলাম। করোনা না হলে ২০২০ সালে দেশে ফিরতাম। ফ্লাইটের টিকিটও বুক করা ছিল।
করোনার কারণে সব প্ল্যান বাতিল করতে হয়েছে। দেশে আরও কিছুদিন থাকতে চাই। জানুয়ারির দ্বিতীয় সপ্তাহে লন্ডনে ফিরতে পারব বলে আশা করছি। ‘
অভিনয়ে ফিরতে চান না বলেও জানিয়েছেন সোনিয়া। তিনি বলেন, এই মুহূর্তে পরিবার ও সন্তান নিয়ে ভালো আছি।
অভিনয়ের জন্য যে পরিমাণ সময় দেওয়া দরকার তা দিতে পারি না। আমি লন্ডনের একটি রেডিও স্টেশনের সাথে যুক্ত। এছাড়াও বিভিন্ন সামাজিক কর্মকান্ডের সাথে জড়িত। এগুলো করতে করতেই সময় চলে যায়। কিন্তু প্রাণের সিনেমাগুলোকে অনেক মিস করি। ‘
উল্লেখ্য, অভিনেত্রী রোকসানা হাসি সোনিয়া অভিনয় করেছিলেন সালমান শাহ এর সাথে এবং এর পর তিনি বেশ প্রশংসা কুড়িয়েছিলেন তবে নিয়মিত সিনেমায় কাজ করেননি তিনি।