Friday, March 24, 2023
বাড়িNationalহটাৎ নতুন রাষ্ট্রপতির বাসায় নিরাপত্তা জোরদার

হটাৎ নতুন রাষ্ট্রপতির বাসায় নিরাপত্তা জোরদার

Ads

দেশের রাষ্ট্রপতির মেয়াদ পূর্ণ হওয়ার কারনে নতুন রাষ্ট্রপতি কে হবেন তা নিয়ে বেশ কিছুদিন ধরে আলোচনা চলছিল কিন্তু সেই আলোচনার অবসান হতে চলেছে। সভাপতি পদে মনোনয়ন জমা দিয়ে আলোচনায় আসেন মো. সাহাবুদ্দিন চুপ্পু । প্রথা অনুযায়ী সবকিছু চললে তিনিই হবেন পরবর্তী রাষ্ট্রপতি। এ কারণে আজ গুলশানে তার বাসায় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের উপস্থিতি বাড়ানো হয়েছে।

পুলিশ সদস্যদের বাসভবনের চারপাশে অবস্থান নিতে দেখা গেছে। এ ছাড়া বাড়ি সংলগ্ন সড়কে যান চলাচলও নিয়ন্ত্রণ করা হয়েছে।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গুলশান জোনের ডিসি আবদুল আহাদ বলেন, সাহাবুদ্দিন দেশের পরবর্তী রাষ্ট্রপতি হওয়ার খবর পেয়ে তার বাসায় পুলিশ ও গোয়েন্দা সংস্থার সদস্য মোতায়েন করা হয়েছে।

উল্লেখ্য,দেশের রাষ্ট্রপতি নির্বাচনের আলোচনার মাঝেই সাহাবুদ্দিন চুপ্পু ওবায়দুল কাদেরসহ আওয়ামী লীগের কয়েকজন সিনিয়র নেতাকে নিয়ে নির্বাচন কমিশনে তার স্বাক্ষরিত মনোনয়নপত্র জমা দেন। মনোনয়নপত্র জমা দেওয়ার আনুষ্ঠানিকতা শেষে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সাংবাদিকদের বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাহাবুদ্দিনকে সভাপতি পদে মনোনয়ন দিয়েছেন।

Looks like you have blocked notifications!
Ads
[json_importer]
RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Most Popular

Recent Comments