Thursday, March 23, 2023
বাড়িConutrywideরাজধানীতে মোরগ পোলাও খেতে গিয়ে সেদ্ধ ডিম বিস্ফোরণ, পলাতক মালিক

রাজধানীতে মোরগ পোলাও খেতে গিয়ে সেদ্ধ ডিম বিস্ফোরণ, পলাতক মালিক

Ads

এবার রাজধানীতে ঘটেছে একটি অবাক করা ঘটনা। মোরগ পোলাও খেতে গিয়ে ডিম্ ফেটে গিয়ে অনাকাঙ্খিত ঘটনার মুখোমুখি হয়েছেন এক ব্যাক্তি। অফিস থেকে বের হওয়ার পর তিন সহকর্মীকে নিয়ে হোটেলে যান দুপুরের খাবার খেতে। কিন্তু নিয়ম বাকি আছে। সাধের মোরগ পোলাওয়ের অর্ডার দেওয়ার পর একটা আস্ত সেদ্ধ ডিম মুখে দিতেই ডিমটা বিকট শব্দে ফেটে গেল।

এরপর পুরো হোটেল জুড়ে তোলপাড় শুরু হয়। অবস্থা বেগতিক দেখে মালিক তাৎক্ষণিকভাবে ক্যাশ কাউন্টার থেকে পালিয়ে যান। পরে অবশ্য মোবাইলে যোগাযোগ করা হলে তিনি ভোক্তা অধিকারের অভিযোগ না জানানোর অনুরোধ করেন।

বুধবার বিকেল সাড়ে তিনটার দিকে ঢাকার শান্তিনগরে মুসলিম কাবাব লিমিটেড নামের একটি রেস্টুরেন্টে এ ঘটনা ঘটে। আর ঘটনার শিকার হন ফরিদপুর প্রেসক্লাবের সদস্য ও সাপ্তাহিক বুদ্ধিযুক্ত পত্রিকার সম্পাদক এসএম জাহিদ হোসেন।

জাহিদ জানান, তিনি মুরগি পছন্দ করেন বলেই অর্ডার দেন। তারপর খাওয়া শুরুর পর প্লেটে সেদ্ধ ডিমের কামড় নিয়ে মুখে ঢুকিয়ে দিলেন খেতে। তারপর বেলুনের মতো বিকট শব্দে বিস্ফোরিত হয়। এই তার মুখের ভিতরে তার ঠোঁট ছেড়ে. তিনি বলেন, এ ঘটনার পর তিনি চিকিৎসকের শরণাপন্ন হন। এখন কিছু খেতে পারি না। জ্বলন্ত

মোরগ পোলাও খেতে গিয়ে ডিম্ ফেটে যাওয়ার যে ঘটনা ঘটেছে তা নিয়ে নানা কৌতুহূল দেখা দিয়েছে। এদিকে এ ঘটনার পর হোটেলের এমডি ইব্রাহিম খলিল হোটেল থেকে নিখোঁজ হন। তবে মোবাইলে যোগাযোগ করা হলে তিনি অনুরোধ করেন ঘটনাটি যেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরে না জানানো হয়।

Looks like you have blocked notifications!
Ads
[json_importer]
RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Most Popular

Recent Comments