Thursday, March 23, 2023
বাড়িEntertainmentশাকিবের অনেক পরিবর্তন লক্ষ করেছি,আমাদের সেই পুরোনো সম্পর্ক ফিরেছে : অপু বিশ্বাস

শাকিবের অনেক পরিবর্তন লক্ষ করেছি,আমাদের সেই পুরোনো সম্পর্ক ফিরেছে : অপু বিশ্বাস

Ads

বাংলা সিনেমার জনপ্রিয় তারকা জুটি শাকিব খান এবং অপু বিশ্বাস। সিনেমার মাধমেই তাদের একে ওপরের কাছে আসা এবং পরবর্তীতে সংসার পাতেন তারা এবং তাদের সংসারের আসে পুত্র সন্তান আব্রাহাম খান জয়। তবে এর পরেই বিচ্ছেদের পথে হাঁটেন তারা।

অভিনেত্রী অপু বিশ্বাস জানিয়েছেন, তার সাবেক স্বামী শাকিব খানের সঙ্গে তার সম্পর্ক ধীরে ধীরে গলে যাচ্ছে। ভারতীয় গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে অপু বলেন, শাকিব খানের পরিবারের সঙ্গে সম্পর্ক আরও দৃঢ় হয়েছে। এ বিষয়ে আলোচনাকালে এক সাক্ষাৎকারে অপু বিশ্বাস বলেন, শাকিব খানের সঙ্গে এখন প্রায়ই কথা হয়। কাজের পাশাপাশি ব্যক্তিগত বিষয়েও তার কাছ থেকে পরামর্শ নিন।

অপু বলেন, ‘আমরা দুজনেই জয়কে স্কুল থেকে নিয়ে আসি। মাঝে মাঝে ছেড়ে দেয়, শাকিব নিয়ে আসে। সাকিব ছেড়ে দেয়, আমি নিয়ে আসি। তা ছাড়া শাকিব মাঝে মাঝে আমার ব্যক্তিগত বিষয়ে বা মিডিয়ায় কাজ নিয়ে পরামর্শ দেন।

প্রেমের বিয়ের পর ছেলে আব্রাহাম খান জয়ের সংসারে এলেন ঢালিউডের আলোচিত দম্পতি, ছেলের বয়স দুই বছর হলেই বিচ্ছেদের পথে হাঁটলেন শাকিব ও অপু। সম্পর্কের টানাপোড়েনের মধ্যে একে অপরের বিরুদ্ধে অভিযোগ করেন তারা। ছয় বছরের বিচ্ছেদের পর অপু বিশ্বাসকে উপলব্ধি করতে পেরেছেন বলে আবেগাপ্লুত। তিনি তাদের কাছে ক্ষমা চান।

অপু বিশ্বাসের এই উপলব্ধি প্রকাশ্যে আসার পর ইন্ডাস্ট্রিতে চলছে কানাঘুষা, বিচ্ছেদ ভুলে আবারও এক ছাদের নিচে আসছেন এই জুটি? এ বিষয়ে জানতে চাইলে অপু বিশ্বাস বলেন, ‘এটা এখন বলব না, সময়ই বলবে। আগে কী করছেন বা করছেন না জানি না, সাকিবের মধ্যে অনেক পরিবর্তন লক্ষ্য করেছি। সন্তান ও পরিবারের প্রতি তার দারুণ আবেগ রয়েছে। সাকিব ভালো মনের মানুষ।

আব্রাহাম খান জয় বেশিরভাগ সময় শাকিব খানের গুলশানের বাসায় দাদা-দাদির সঙ্গে থাকেন। ফলে শাকিবের বাসায় অপু বিশ্বাসের আসা-যাওয়া বেড়ে যায়। অপু বিশ্বাস বলেন, ‘আমার বাবা-মা নেই। শ্বশুরবাড়ি এখন আমার বাবা-মা।

তুমি তোমার বাবা-মায়ের বাড়িতে যাও না কেন? প্রায়ই সেখানে যান। তারা আমাকে মেয়ে হিসেবে দেখে। তারা আমাকে খুব ভালোবাসে। আমার মা মারা যাওয়ার পর, আমি আমার কাছের মানুষদের সাথে আরও বেশি সংযুক্ত অনুভব করেছি। এতে তাদের সঙ্গে আমার সম্পর্ক আরও গভীর হয়েছে।

অপু বলেন, ‘কিছুদিন আগে শাশুড়িকে ডেকে ইলিশ মাছ খেতে চেয়েছিলাম। মা বললেন, “ঠিক আছে, আমি রান্না করছি। কিছুক্ষন পর ফোন করে বলো কি রান্না করতে হবে।” তারপর ফোনটা রেখে দিয়ে ভুলে গেলাম। হঠাৎ শাশুড়ির ফোন।

তিনি হুমকির সুরে বললেন, এই মেয়ে, তুমি কি দিয়ে ইলিশ খাও, আমি তোমাকে বলতে বললাম, দেরি করছেন কেন? এটা আমার শাশুড়ি। সত্যি কথা বলতে কি, আমি হয়তো আমার জীবনে ভুল করেছি, কিন্তু এক পর্যায়ে আমি বুঝতে পেরেছি যে তারা কতটা ভালো। তারা এখন আমাকে কতটা ভালোবাসে।

শাকিবের ছোট বোন মনিও অপুর অভিমান ভেঙে আবারও বন্ধুত্বের সম্পর্ক গড়েছেন। অপু বিশ্বাস বলেন, ‘তিনি আমাকে খুব ভালোবাসতেন, আমিও। এখন আমাদের সেই পুরনো সম্পর্ক ফিরে এসেছে। মনি আমার কাছে ঠিক বন্ধুর মতো। মনি জানে আমি কি খেতে পছন্দ করি। মাঝে মাঝে মনি ঐ আইটেমের জন্য খাবার রান্না করে আমাকে ডাকে।

প্রসঙ্গত,নিজেকে অভিনয়ের পাশাপাশি পুরোদস্তর মিডিয়ার একজন করতে অপু বিশ্বাস খুলেছেন প্রযোজনা প্রতিষ্ঠান, তার প্রযোজনা প্রতিষ্ঠান অপু-জয় ফিল্মসের প্রথম প্রযোজনা ‘লাল শাড়ি’র শুটিং শেষ হয়েছে। অনুদানের এই ছবিতে অপু বিশ্বাসের সঙ্গে জুটি বেঁধেছেন সাইমন সাদিক।

Looks like you have blocked notifications!
Ads
[json_importer]
RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Most Popular

Recent Comments