Thursday, March 23, 2023
বাড়িopinionনারীঘেঁষা স্বামী সোহেলকে ছেড়ে দিতি সুখের আশায় বিয়ে করেছিলেন ইলিয়াস কাঞ্চনকে কিন্তু...

নারীঘেঁষা স্বামী সোহেলকে ছেড়ে দিতি সুখের আশায় বিয়ে করেছিলেন ইলিয়াস কাঞ্চনকে কিন্তু তা হয়নি :মিলি

Ads

বাংলাদেশের চলচ্চিতের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী ছিলেন দিতি। অসংখ বাংলা চলচ্চিত্রে কাজ করেছেন তিনি এবং তার অভিনয়ের মাধ্যমে পেয়েছিলেন তুমুল জনপ্ৰিয়তা। তবে কঠিন অসুখে পড়ে না ফেরার দেশে চলে যেতে হয় তাকে। সামাজিক যোগাযোগ মাধ্যমে তাকে নিয়ে একটি স্ট্যাটাস দিয়েছেন লেখিকা মিলি সুলতানা। নিচে সেটি তুলে ধরা হল –

“ওই দুটি চোখ যেন জলে ফোটা পদ্ম
যত দেখি তৃষ্ণা মিটেনা
ভীরু দুটি বাঁকা ঠোঁটে পূর্ণিমা চাঁদ ওঠে
হাসলে ঝরে পড়ে জোছনা”………

এই কাল গানের নায়িকা পারভীন সুলতানা দিতি। অসম্ভব শ্রুতিমধুর এই গানটি শুনলে মনে হয় স্বনামধন্য গীতিকার নজরুল ইসলাম বাবু দিতিকে মাথায় রেখেই গানটি লিখেছেন। যেমন গান তেমন গানের নায়িকা। তেমনই গায়ক সুবীর নন্দী তেমনই সুরকার আলী হোসেন। খুব কষ্ট হয় ভাবতে, এই গানের সাথে সংযুক্ত কেউ-ই আজ আর বেঁচে নেই। জাফর ইকবাল, সুবীর নন্দী, দিতি, আলী হোসেন, এবং “উসিলা” ছবির পরিচালক মমতাজ আলী। আজ তাঁরা স্মৃতির মানসপটে আশ্রয় নিয়েছেন। চিত্রনায়িকা দিতি বড্ড অকালে ঝরে পড়া একটি নক্ষত্র। তার ক্যারিয়ার বেশ পাকাপোক্ত ছিল। কারো সাথে দিতির কখনো বিরোধ হয়নি।

সেটা বোঝা গিয়েছিল তার মৃত্যুর সময়ে ববিতার অঝোর কান্না দেখে শুধু ববিতা নন, অনেকেই কেঁদেছেন দিতির জন্য। মিষ্টি মুখের হাসি আর চমৎকার ব্যক্তিত্ব দিয়ে দিতি তার উজ্জ্বল ক্যারিয়ার গড়ে তুলেছিলেন। ব্রেন টিউমারে আক্রান্ত হওয়া দিতির সেই সময়গুলো ভাবলে কষ্টগুলো বুকে দলাপাকিয়ে ওঠে। আজ প্রচন্ড কষ্ট পেলাম একসময়ের জনপ্রিয় অভিনেত্রী অঞ্জনা আপার আচরণে। অঞ্জনা আপা তার টাইমলাইনে অভিনেত্রী অরুণা বিশ্বাসের জন্মদিনে তাকে শুভেচ্ছা জানিয়ে একটি লেখা লিখেছেন। যেখানে অঞ্জনা আপা মৃত দিতিকে রীতিমতো নগ্নভাবে আক্রমণ করেছেন। তার বক্তব্য হল, অরুণার বিরুদ্ধে দিতি ষড়যন্ত্র করেছেন। অরুণার জনপ্রিয়তায় দিতি ঈর্ষান্বিত ছিলেন। এসব ক্লাসলেস কথা অঞ্জনা আপা কিভাবে বলতে পারলেন? মৃত দিতিকে অঞ্জনা আপা যত সহজে সাঁড়াশি আক্রমণ করেছেন, সাহস করে চম্পার নাম মুখে নিতে পারেননি তিনি। দিতির সাথে অরুণা বিশ্বাসকে আমি কখনো তুলনা করিনা। কারণ দিতির মত অভিনয় ক্যাপাবিলিটি অরুণা বিশ্বাসের নেই।

অরুণা বিশ্বাসকে খুশি করতে গিয়ে দিতিকে খুব বেশি অপমান করে ফেলেছেন অঞ্জনা আপা। এটা তার মত সিনিয়র অভিনেত্রীর কাছে আমরা আশা করিনি। অঞ্জনা আপা কিন্তু চম্পার নাম উল্লেখ করতে ভয় পেয়েছেন। দিতি ভীষণ দুঃখী একজন নারী ছিলেন। রূপালী পর্দায় আমরা দিতির মনকাড়া চেহারার ঝলমলে মুক্তোঝরানো হাসি দেখেছি। কিন্তু কেউ-ই তার ক্ষতবিক্ষত হৃদয়ের খবর জানতাম না। ব্যক্তিজীবনে খুব অল্প বয়স থেকেই দিতিকে অনেক কষ্ট করতে হয়েছে। চিত্রনায়ক সোহেল চৌধুরীকে ভালোবেসে বিয়ের পর হাতেগোনা কয়েক মাস দিতির ভাগ্যাকাশে সুখের চন্দ্রতারা জ্বলেছিল। কিন্তু তার স্থায়ীত্বও বেশিদিন ছিলনা।

দিতিকে দেখতে হল তারই ভালোবাসার মানুষ সোহেল চৌধুরীর চরম উশৃঙ্খল চলাফেরা ও নারীঘেঁষা স্বভাব। দিতিকে বাসায় অপেক্ষায় রেখে সোহেল চৌধুরী গার্লফ্রেন্ড নিয়ে আনন্দ ফূর্তিতে মেতে থাকতেন। ওই সময় দিতির কষ্টটা কেবল একজনই বুঝতেন। তিনি হলেন সোহেল চৌধুরীর মা নূরজাহান বেগম। শাশুড়ি সবসময় পুত্রবধূ দিতির পাশে ছিলেন। বিস্তারিত ঘটনায় যাচ্ছিনা, বিশাল ইতিহাস হয়ে যাবে। ১৯৯৮ সালের ১৮ ডিসেম্বর বনানীর ট্রাম্পস ক্লাবের সামনে আততায়ীর গুলিতে নিহত হন সোহেল চৌধুরী।

অভিজাত নারীকে নিয়ে ফিল্ম ইন্ডাস্ট্রির এক গডফাদার আজিজ মোহাম্মদ ভাইয়ের সাথে রেষারেষি শুরু হয়। এছাড়া ডিশ ব্যবসার ব্যাপারও ছিল। স্বামী সোহেলের মৃত্যুর পর দুইসন্তান লামিয়া ও দীপ্তকে নিয়ে দিতির সংগ্রামী জীবন শুরু হয়। সহশিল্পী ইলিয়াস কাঞ্চনের সাথে দিতির পরিচয় ঘনিষ্ঠতার দিকে রূপ নেয়। তারা বিয়ে করলেন। কিন্তু সুখ যে অনেক স্বার্থপর, আর নিষ্ঠুরও। সবার ভাগ্যে ধরা দেয়না।

ইলিয়াস কাঞ্চনের সাথে দিতি সুখী হতে পারেননি। দিতির ভাগ্যে সুখ জিনিসটা নিষিদ্ধ করে দিয়েছিল নিয়তি। আসলে দিতিদের জন্ম হয় কাঁদবার জন্য। তারপর কঠিন অসুখে ভুগে অকালে পৃথিবী ছেড়ে চলে যাওয়ার জন্য। একটুখানি সুখের মুখ দেখবার আশায় কাঞ্চনকে বিয়ে করেছিলেন দিতি। কিন্তু নিয়তি তাকে প্রতিনিয়ত কটাক্ষ করেছে। মানসিক নিপীড়ন সহ্য করার পর্যাপ্ত মানসিক শক্তি দিতির ছিলনা।

এতসব অশান্তির মধ্যেও বহু কষ্টে নিজেকে স্বাভাবিক দেখাতে চেষ্টা করে গেছেন দিতি। আজ খুব মনে পড়ে দিতিকে। উচ্ছল প্রজাপতির মত দিতি কিভাবে ঘোর অমানিশার অন্ধকারে তলিয়ে গেলেন। মৃত্যুর পরও অঞ্জনা আপার মত সিনিয়রদের আক্রমণের শিকার হতে হয় দিতিকে। অঞ্জনা আপার পোস্টে মুনমুনের মত অজাত অস্তিত্বহীন অভিনেত্রী সায় দেয়। মুনমুনও দিতির বিরুদ্ধে একমত হবার সাহস দেখায়। যা কিনা ভীষণ ডিসগ্রেসফুল!!

Looks like you have blocked notifications!
Ads
[json_importer]
RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Most Popular

Recent Comments