বাংলাদেশের সেনাবাহিনীর প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ বুধবার কাতার গেছেন জানা গেছে সেখানে দুইদেশের সামরিক বিষয় নিয়ে নানা আলোচনা হবে এবং ইতিবাচক বিভিন্ন বিষয় উঠে আসবে এই সফরে ,সামাজিক যোগাযোগ মাধ্যমে এই প্রসঙ্গে একটি স্ট্যাটাস দিয়েছেন লেখক আব্দুল হাই সঞ্জু। নিচে সেটি তুলে ধরা হল-
কাতার সশস্ত্র বাহিনীর বিশেষ আমন্ত্রণে বাংলাদেশের সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ বুধবার কাতার গেছেন। আল জাজিরা নিউজ চ্যানেলে ALL THE PRIME MINISTER’S MEN প্রামাণ্যচিত্র প্রচার হওয়ার পর এই সফরের গুরুত্ব অনেক বেশী। কারণ আল জাজিরা কাতার সরকারের অর্থায়নে চলে এবং এই চ্যানেলের তথ্য কাতার কর্তৃপক্ষ বিশ্বাস করে।
জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ এই সফরে প্রমাণ করার চেষ্টা করবেন, তিনি সাবেক সেনা প্রধান আজিজের মতো না।
কিন্তু বাংলা ট্রিবিউনের নিউজে কনফ্লিকটিং তথ্য আছে। ইনট্রোতে বলা হয়েছে, সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ এর এই সফর ‘সরকারি সফর’। কিন্তু তৃতীয় প্যারায় গিয়ে বলা হয়েছেঃ ” এ সফরে বাংলাদেশ সরকারের কোনও আর্থিক সংশ্লেষ নেই।”
অর্থাৎ, সফর সরকারি, কিন্তু এই সফরের খরচ বহন করবেন সেনাবাহিনী প্রধান নিজে? নাকি কাতার সরকার?
আবার এই সফরে বাংলাদেশ সরকারের কোনও আর্থিক সংশ্লেষ নেই বলা হলেও নিউজে বলা হয়েছে কাতার সেনাবাহিনীর আমিরি গার্ড কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল হাজ্জা বিন খলিল আল শাওয়ানির সাথে সাক্ষাতকালে দুই দেশের সেনাবাহিনীর মধ্যকার দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়ন ও পারস্পরিক সহযোগিতার বিভিন্ন বিষয়ে আলোচনা করা হবে।
বুঝলাম না, কী হচ্ছে?
আজিজকে কি তাহলে শেখ হাসিনা DISOWN করার বার্তা পাঠাচ্ছেন আলজাজিরা, অর্থাৎ কাতার সরকারের কাছে?
নাকি এই সফরে বাংলাদেশে সরকারের আর্থিক সংশ্লেষ না রেখে সেনাপ্রধান নিজের উদ্যোগেই এই সফরে গেলেন?