পরকীয়ার ঘটনা দেশের বিভিন্ন জায়গায় ঘটছে তারই ধারাবাহিকতায় এবার দেখা গেল ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার থোল্লাকান্দি গ্রামের সৌদি প্রবাসী জয়নাল আবেদীন দুই সন্তান ও একটি বিলাসবহুল বাড়ি রেখে তার স্ত্রী সাবিনা হোসেনের বিরুদ্ধে নজরুল নামের পরকীয়া প্রেমিকের হাত ধরে প্রায় ২ কোটি ৭০ লাখ টাকা নিয়ে পালিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। ইসলাম। এ ঘটনায় এলাকায় আলোচনা-সমালোচনার ঝড় বইছে। রোববার (২২ জানুয়ারি) দুপুরে উপজেলার বারিকান্দি ইউনিয়নের থোল্লাকান্দি গ্রামে এ ঘটনা ঘটে।
এ ঘটনায় সাবিনার বাবা বাচ্চু মিয়া নবীনগর থানায় লিখিত অভিযোগ করেছেন। গত সাত দিনেও তার কোনো খোঁজ পাওয়া যায়নি। সাবিনা উপজেলার বারিকান্দি ইউনিয়নের সোনাবালুয়া গ্রামের বাচ্চু মিয়ার মেয়ে। প্রেমিক নজরুল ইসলাম একই ইউনিয়নের পুরান থোল্লাকান্দি গ্রামের কুদ্দুস মিয়ার ছেলে। এদিকে সৌদি প্রবাসী জয়নাল আবেদিনের দুই সন্তান জান্নাতুল বুশরা জুঁই ও জহিরুল ইসলাম মায়ের জন্য দিনরাত কাঁদছে।
পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা গেছে, ২০১০ সালের এপ্রিল মাসে উপজেলার বারিকান্দি ইউনিয়নের কুলাসিন গ্রামের ফিরোজ মিয়ার ছেলে জয়নাল আবেদীনের সঙ্গে সাবিনার বিয়ে হয়। বিয়ের কিছুদিন পর জয়নাল আবেদীন তার স্ত্রী সাবিনার নামে থোল্লাকান্দি গ্রামে জমি কিনে সেখানে একটি বাড়ি তৈরি করে স্ত্রী-সন্তান নিয়ে স্থায়ীভাবে বসবাস করছেন। সম্প্রতি তার স্বামী সৌদি প্রবাসী জয়নাল আবেদিন সেখানে তিনতলা ভবন নির্মাণের কাজ হাতে নেন। স্বামী দীর্ঘদিন বিদেশে থাকায় তাদের দেখাশোনা করেন তার স্ত্রী সাবিনা। স্বামীর অনুপস্থিতিতে ভবনের ঠিকাদার নুজরুল ইসলামের সাথে সাবিনার বিবাহ বহির্ভূত সম্পর্ক গড়ে ওঠে। যদিও তারা দুজনেই বিবাহিত ছিলেন। সাবিনা দুই সন্তানের জননী এবং নজরুল কন্ট্রাক্টর দুই সন্তানের জনক।
ঘটনার দিন সকালে সাবিনা তার স্বামীর বিলাসবহুল বাড়ি ও দুই সন্তানকে ৩২ ভরি স্বর্ণালঙ্কার, পরিবারের নগদ ৭০ লাখ ও সাবিনার অ্যাকাউন্টে স্বামীর পাঠানো ২ কোটি টাকা রেখে তার পরকীয়া প্রেমিক নজরুল ইসলামকে নিয়ে পালিয়ে যায়।
প্রতি দিনই দেখা যাচ্ছে কোথাও না কোথাও পরকীয়ার কারনে মানুষ নিজেদের সংসার ভাঙছে তারই ধারাবাহিকতায় ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার এমনি একটি ঘটনা ঘটেছে তবে এই ঘটনার প্রসঙ্গে নবীনগর থানার ওসি মো. সাইফ উদ্দিন আনোয়ার বলেন, এ বিষয়ে অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।