বিএনপি নেতাদের বর্তমান সময়ের কর্মকান্ড নিয়ে নানা আলোচনা সমালোচনা বিদ্যমান রয়েছে এবং দেখা যায় প্রায় সময় এই বিষয়টি নিয়ে কথা ওঠে তারই ধারাবাহিকতায় এবার এই প্রসঙ্গে একটি স্ট্যাটাস দিয়েছেন লেখক ওয়াহিদুন্নবী স্বপন। নিচে সেটি তুলে ধরা হল-
কিছু বি এন পি নেতা জেলে যাওয়ার কোটা পুর্ন করতেছে ঘাবড়াইয়েন না,এরা সময় মতন বাহিরে আসবে আর জেনুইন রা সময় মতন ভিত্রে সান্দাইবে – এইদিকে আলুচনায়ও চলবে –
গত ১৫ বছর জেলে যায় নাই বিষয়টা খারাপ দেখায় না? আর এখন জেল মোটামুটি খালি – ২০১৮ এর নির্বাচনের আগে মানে নভেম্বর ডিসেম্বরে আমরা আছিলাম ইলিশ ফাইল হইয়া।
একজনের ঠেং এর উপরে আরেকজন ২০ জন কয়েদীর থাকার জায়গায় ৫০/৬০ জন।
এক নেতা তো গত ১৫ বছরে মাত্র ০৪ দিন জেলে ছিল তাও আবার ১/১১ এর দুর্নিতী মামলায়।
জেলে যাইবার সময় কি ভাব সাব বাহির হবার পর মুক্তির স্লোগান। ইদানিং বেশ ছবি দিয়েও বেড়ায় – জাতির ক্রান্তিলগ্নে এইসব নেতার হোয়াটসঅ্যাপই ভরসা।
হয়তো থাকেন দুবাই কিম্বা থাইলেন্ডে আর কর্মীদের বলেন গুলিস্থানে এইরকম এক কাহিনীও আসবে সামনে। হাই কমান্ডের খুব প্রিয়। কোন কোন নেতা জেলে যায় সংগ দোষে সেইটা খুব শিগ্রহই প্রকাশ পাইবে।
আর পারি না – এইসব দেখতে দেখতে ক্লান্ত – কত ফেইক মানুষ জাতির আশা ভরসা নিয়া মশকারী করে।
মুক্তির সম্ভাবনা দেখছি না সহসা