Thursday, March 23, 2023
বাড়িEntertainmentমাঝে মাঝে যখন মাথা ব্যথা করে তখন দেখি সে আমার মাথা টিপে...

মাঝে মাঝে যখন মাথা ব্যথা করে তখন দেখি সে আমার মাথা টিপে দিচ্ছে : অপু বিশ্বাস

Ads

সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রায় সময় দেখা যায় ঢাকাই সিনেমার কুইন খ্যাত অভিনেত্রী অপু বিশ্বাসের নানা পোস্ট। বিশেষ করে তিনি ছেলে জয়ের বিভিন্ন কর্মকান্ড নিয়ে পোস্ট করে থাকেন যা আলোচনা সৃষ্টি করে। বর্তমানে ঢাকায় ছেলে আব্রাম খান জয়ের সঙ্গে মধুর সময় কাটাচ্ছেন অভিনেত্রী অপু বিশ্বাস।সম্প্রতি গণমাধ্যমের সঙ্গে আলাপকালে ছেলের সাফল্যের কথা গর্বভরে জানিয়েছেন মা অপু বিশ্বাস।

জয়ের পড়াশোনায় অগ্রগতি প্রসঙ্গে অপু বিশ্বাস বলেন, জে ইন্টারন্যাশনাল স্কুল ঢাকায় (আইএসডি) পিকেজি ওয়ানে পড়ছে। এ বছর সে খুব ভালো করেছে।

তিনি আরও বলেন, বিদ্যালয়টি জয়ের কথা খুব ভালো বলে। যখন অন্য বাবা-মা আমাকে বিশেষ বলে, জয় একাডেমিকভাবে বেশ ভালো করছে। তখন আমি মা হিসেবে খুব গর্বিত বোধ করি। আনন্দে চোখে পানি চলে আসে। আমি যেহেতু নায়িকা তাই পেছনে গিয়ে চোখ মুছলাম। আমি এটি খুব পছন্দ করি. তা ভাষায় প্রকাশ করা যায় না। প্রত্যেক মা আমার সাথে একমত হবেন।

ছেলের সঙ্গে সম্পর্ক প্রসঙ্গে এই অভিনেত্রী বলেন, জয় আমার খুব ভালো বন্ধু। পাশাপাশি আমার বাবা-মা দুজনেই। মাঝে মাঝে যখন অসুস্থ থাকি, একটু মাথা ব্যথা করে- তখন দেখি ও (জয়) আমার মাথা টিপে দিচ্ছে।

কিন্তু মাঝে মাঝে ওর সাথে একটা কাজ করি। তার পরিবারের সদস্যরাও বিষয়টি জানেন। আমি তাকে ঘর পরিষ্কার করতে দিলাম। বিছানায় ঝাড়ু দিয়ে বলে, বিছানায় ঝাড়ু দাও। তিনি খুব সুন্দরভাবে বিছানা ঝাড়ু দিতে পারেন। আমি এটা দেখছি. আনন্দে আমি আমার বাবা-মাকে খুঁজে পাই।

উল্লেখ্য, বেশকিছু বছর আগে ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেতা শাকিব খানকে বিয়ে করেছিলেন অপু বিশ্বাস মূলত তাদের এই বিয়ের কথা গোপন ছিল এবং গোপনেই তাদের সংসারে আসে পুত্র সন্তান আব্রাহাম খান জয়।

Looks like you have blocked notifications!
Ads
[json_importer]
RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Most Popular

Recent Comments