রাজধানী ঢাকার বিভিন্ন সড়কে চলছে উন্নয়নমূলক কাজ যার ফলে সেখানকার জনসাধারণকে সাময়িক অসুবিধার মধ্যে দিয়ে যেতে হচ্ছে। তারই ধারাবাহিকতায় বিমানবন্দর সড়কে যান চলাচলের জন্য বিশেষ নির্দেশনা জারি করেছে বিআরটি। আগামীকাল বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা থেকে রবিবার সকাল ৬টা পর্যন্ত বিশেষ ব্যবস্থাপনায় বিমানবন্দর স্টেশন এলাকায় সড়ক উন্নয়নের কাজ চলবে।
গতকাল ২৯ নভেম্বর বিআরটির প্রকল্প পরিচালক এএসএম ইলিয়াস শাহ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জনসাধারণের জন্য বিশেষ ট্রাফিক নির্দেশনা জারি করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বৃহস্পতিবার সন্ধ্যা থেকে রবিবার সকাল পর্যন্ত এই করিডোরে চলাচলকারী গণপরিবহনকে যথাসম্ভব বিকল্প রুট ব্যবহার করার জন্য অনুরোধ করা হয়েছে। এ ব্যাপারে সকলের সহমর্মিতা ও সহযোগিতা কামনা করা হচ্ছে।