সম্প্রতি বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস রাজধানী ঢাকার শাহীনবাগে নিখোঁজ বিএনপি নেতা সাজেদুল ইসলাম সুমনের বাড়ি পরিদর্শন করতে গিয়েছিলেন দূতাবাসের কিছু কর্মকর্তাদের সাথে নিয়ে। তবে পরিদর্শন শেষে বেরিয়ে আসার সময় বাইরে একদল মানুষ তাকে ঘিরে ধরার চেষ্টা করে। সামাজিক যোগাযোগ মাধ্যমে এই প্রসঙ্গে একটি স্ট্যাটাস দিয়েছেন লেখক শামসুল আলম , নিচে সেটি তুলে ধরা হল –
পাকিস্তানের পদচ্যুত প্রধানমন্ত্রী ইমরান খান বরাবরই তার ক্ষমতাচ্যুতির প্লট তৈরির জন্য স্টেট ডিপার্টমেন্টের পদস্থ কর্মকর্তা ডোনাল্ড লু’কে দায়ী করেন।
ইনি এবার বাংলাদেশের বিষয়গুলো নিয়ে কাজ শুরু করেছেন। ১৫ই ডিসেম্বর মধ্যাহ্নে বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ ইমরানকে স্টেট ডিপার্টমেন্টে তলব করা হয়। কিছুক্ষণ বসিয়ে রাখার পর স্টেট ডিপার্টমেন্টের মধ্য ও দক্ষিণ এশিয়া বিষয়ক মন্ত্রী ডোনাল্ড লু রাষ্ট্রদূত ইমরানের সঙ্গে কথা বলেন। বিষয়বস্তু ছিল ঢাকায় মার্কিন রাষ্ট্রদূতের সাথে ঘটা বিভিন্ন বিষয়।
এরপর থেকেই ঢাকায় ওবা কাদেরদের পেটে কামড় পড়েছে!