বাংলাদেশের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী পূজা চেরি।শিশু শিল্পী হিসেবে তার সিনেমা জগতে আসা ক্যারিয়ারের শুরু থেকে এখন পর্যন্ত প্রায় সব সিনেমাই সুপার হিট। সব সময় কাজে ব্যস্ত থাকেন পূজা, তবে ব্যস্ততার মধ্যে থেকে অবসর সময় কাটে সোশ্যাল মিডিয়ায়।
মাঝে মাঝে ফেসবুকে নিজের ব্যক্তিগত মতামত প্রকাশ করেন এই অভিনেত্রী। সেই পরিপ্রেক্ষিতে নিজের একটি ছবি পোস্ট করেছেন তিনি। ছবিতে তাকে হিজাব পরা অবস্থায় দেখা যাচ্ছে।
সোমবার, তিনি ভেরিফায়েড পেজে নিজের হিজাব পরা একটি ছবি পোস্ট করেছেন এবং ক্যাপশনে লিখেছেন- ‘ভদ্রতা মানবতার ফুল।’
‘দহন’ ছবির এই নায়িকাকে এর আগে কখনো হিজাব পরতে দেখা যায়নি। ছবিটি পোস্ট করার পর ভক্ত ও শুভানুধ্যায়ীরা তাদের প্রশংসা করেছেন। অনেকেই তার সৌন্দর্যের প্রশংসা করেছেন। সমালোচকদের কেউ কেউ তার সমালোচনাও করেছেন।
উল্লেখ্য, শিশুশিল্পী হিসেবে ক্যারিয়ার শুরু করলেও অভিনেত্রী পূজা চেরির ‘নূর জাহান’ চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে বড় পর্দায় অভিষেক হয়। এরপর ‘পোড়ামন-২’ ও ‘দহন’ সিনেমায় অভিনয় করে তারকাখ্যাতি পান এই অভিনেত্রী। এর পর আর পেছনে ফিরে তাকাতে হয়নি তাকে।