ক্রিকেটার নাসির হোসেনের সাথে নাম জড়িয়ে ব্যাপক ভাইরাল হয়েছিলেন নবাগত নায়িকা শাহ হুমায়রা সুবাহ। চলচ্চিত্রের কাজের বাইরেও তিনি তাঁর ব্যক্তিগত জীবনের জন্য শিরোনাম হয়েছেন। এরপর আবারও আলোচনায় আসেন সংগীতশিল্পী ইলিয়াসের বিয়ে ও বিচ্ছেদ এর পর ।
এদিকে আগামী শুক্রবার (২১ অক্টোবর) মুক্তি পাচ্ছে শুভর ‘বসন্ত বিকল’ নামের ছবিটি। বর্তমানে সেই ছবির প্রচারে ব্যস্ত তিনি। এই ফাঁকে ঢাকাই চলচ্চিত্রের শীর্ষ নায়ক শাকিব খানকে নিয়ে একটি জাতীয় দৈনিককে সাক্ষাৎকার দিয়েছেন তিনি।
সুবাহ বলেন, “আমি মনে করি শাকিব খান আমাদের দেশের সম্পদ। তিনি একজন সুপারস্টার। তার কাছে যারা যাচ্ছেন তারা জেনে-শুনেই যাচ্ছেন। এমনটা নয় যে শাকিব খান তাদের জোর করে নিয়ে যাচ্ছেন। শাকিব খান অস্বীকার করছেন না বা যাদের বিয়ে বা সন্তান আছে তাদের প্রতারণা করা। তাদেরকে সম্মানের সাথে প্রতিষ্ঠিত করে তাদের নায়িকা বানানো; সুপারস্টার হয়ে জীবন যাপন করা।’
এই নবাগত সাকিবের সম্মিলিত আক্রমণের সম্পূর্ণ বিপরীত। তিনি বলেন, ‘ব্যক্তিগত জীবনে ব্রেক আপ হতে পারে, ডিভোর্স হতে পারে। শাকিবকে সবাই আক্রমণ করছে, এটা বাংলাদেশের চলচ্চিত্রের জন্য খুবই হতাশার বিষয়। ‘
সুভা আরও বলেন, ‘আমি দর্শকদের দৃষ্টিকোণ থেকে বলছি, ওই মেয়েরা বা ওই শিল্পী-তাদের তো জোর করে ধরে নিয়ে যাওয়া হচ্ছে, কিছুই করা হচ্ছে না। তারা নিজেদের মত করে চলছে। তারা নিজেদের মত করে যাচ্ছেন এবং দর্শকরা শাকিবকে শিকারে পরিণত করছেন। আমি মনে করি উভয়েরই দোষ। এটা তাদের ব্যক্তিগত ব্যাপার। তাদের এটা শেষ করতে হবে।’ শাকিবের সঙ্গে প্রেম করছেন কি না, এমন প্রশ্নের জবাবে সুভা বলেন, ‘আমি সালমান খান ছাড়া মিডিয়ার কারও প্রেমে পড়িনি। ‘
শাকিবের সঙ্গে অভিনয়ের সুযোগ পেলে সেটা করবেন কি না জানতে চাইলে সুভা সরাসরি বলেন, ‘হ্যাঁ, অবশ্যই। শাকিব খান যে ধরনের গল্পে কাজ করেন, নির্মাতা যদি মনে করেন এখানে আমার জন্য কাজ করার সুযোগ আছে, নির্মাতার চাহিদা থাকলে আমি কাজ করব। কেন না?’
উল্লেখ্য, বাংলাদেশের চলচ্চিত্র জগতে অন্যতম আলোচনার বিষয় এখন শাকিবখান এবং বুবলি সেই সাথে এবার নতুন করে নাম যোগ হয়েছনে অভিনেত্রী পূজা চেরি। একের পর এক আলোচনা চলছে তাদের নিয়ে এবং সেটা যেন কোনোক্রমে থামছে না।