Monday, January 30, 2023
বাড়িNationalহঠাৎ কবির বকুলকে চিঠি পাঠালেন পররাষ্ট্রমন্ত্রী, স্যোশাল মিডিয়ায় প্রতিক্রিয়া জানাচ্ছে মানুষ

হঠাৎ কবির বকুলকে চিঠি পাঠালেন পররাষ্ট্রমন্ত্রী, স্যোশাল মিডিয়ায় প্রতিক্রিয়া জানাচ্ছে মানুষ

Ads

সম্প্রতি বাংলাদেশের পররাষ্টঁমন্ত্রী পররাষ্ট্রমন্ত্রীর হঠাৎ এই চিঠি লেখাকে নিয়ে নানা আলোচনা চলছে রাজনৈতিক মহলে। মুলত কিছুদিন আগে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফরে বাদ পরা নিয়ে বেশ আলোচনা উঠেছিল তবে আবারো তার একটি বিষয় বেশ আলোচনায় এসেছে আর সেটি হল তিনি গীতিকার কবির বকুলকে একটি চিঠি লিখেছেন সেটিকে কেন্দ্র করে। পররাষ্ট্রমন্ত্রীর হঠাৎ এই চিঠি লেখার কারন অনুসন্ধান করছেন অনেকে।

স্বপ্নের পদ্মা সেতু নিয়ে প্রকাশিত হয়েছে গ্রন্থ। নাম ‘আমাদের অর্থে আমাদের পদ্মা সেতু’। সেটি সম্পাদনা করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. আবদুল মোমেন। সেই গ্রন্থে অন্তর্ভুক্ত রয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দুটি ভাষণ, বিভ্ন্নি ব্যক্তিবর্গের ৫১টি প্রবন্ধ, ১০টি ছড়া-কবিতা, দুটি গান, একটি প্রমাণ্য ঘটনাপ্রবাহ, চারটি সাক্ষাৎকার এবং অ্যালবামে রয়েছে বেশকিছু দুর্লভ চিত্র।

গ্রন্থটিতে জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত গীতিকার কবির বকুলের লেখা একটি প্রবন্ধও রয়েছে। সে কারণে এই গীতিকারের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তাকে একটি চিঠি পাঠান পররাষ্ট্রমন্ত্রী এবং ‘আমাদের অর্থে আমাদের পদ্মা সেতু’ গ্রন্থটির সম্পাদক ড. আবদুল মোমেন। পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্যাডে লেখা ওই চিঠিটি পাঠানো হয় গত ১৬ আগস্ট। কবির বকুল সেটি শুক্রবার তার ফেসবুকে পোস্ট করেছেন।

পররাষ্ট্রমন্ত্রী কী লিখেছেন সেই চিঠিতে?

লিখেছেন, ‘প্রিয় লেখক, আমরা সবাই জানি বঙ্গবন্ধুকন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা একটি নড়বড়ে অর্থনীতিকে সঙ্গী করে বাংলাদেশের হাল ধরেছিলেন এক যুগের বেশি সময় আগে। তাঁর বিজ্ঞ ও সাহসী সিদ্ধান্ত এবং সময়োপযোগী উদ্যোগের ফলে বাংলাদেশ আজ একটি সম্মানজনক অবস্থানে দাঁড়িয়েছে। এখন আমাদের সাফল্য অগণিত। এতসব সাফল্যের একটি হলো নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু নির্মাণ।’

‘গত ২৫ জুন ঐতিহাসিক পদ্মা সেতুর উদ্বোধন করেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নিজেদের অর্থায়নে তৈরি হওয়া এই সেতু এখন বাংলাদেশের আর্থিক সক্ষমতার মূর্ত প্রতীক।’

 

‘পদ্মা সেতু নিয়ে ঘটে যাওয়া নানা অনাকাঙ্ক্ষিত ঘটনা, বিতর্ক, দেশি-বিদেশি ষড়যন্ত্র শক্ত হাতে সামাল দিয়ে প্রধানমন্ত্রীর সময়োপযোগী দৃঢ় পদেক্ষেপের নানা দিক নিয়ে প্রকাশিত হয়েছে ‘আমাদের অর্থে আমাদের পদ্মা সেতু’ গ্রন্থটি। চন্দ্রাবতী একাডেমি প্রকাশিত গ্রন্থটি ঐতিহাসিক বিচারে পদ্মা সেতুর প্রামাণ্য দলিল হয়ে উঠেছে বলে আমাদের বিশ্বাস।’

‘গুরুত্বপূর্ণ এই সংকলনে আপনার একটি মূল্যবান লেখা স্বর্ণাভ ইতিহাসের আলোকবর্তিকা হয়ে মহাকালে সাক্ষ্য দেবে। দ্রুততম সময়ের মধ্যে আপনার লেখা প্রদানের জন্য আমরা আপনার প্রতি কৃতজ্ঞ। সৃজনশীল উদ্যোগে আগামীতেও আপনাকে পাশে পাব বলে আশা করছি।’

পররাষ্ট্রমন্ত্রীর লেখা চিঠিটি কবির বকুল ফেসবুকে প্রকাশের পর এরইমধ্যে তার বহু সহকর্মী এবং অনুরাগী এই গীতিকারকে শুভকামনা ও অভিনন্দন জানিয়েছেন। অনেকে আবার তার প্রতি ভালোবাসা প্রকাশ করেছেন।

উল্লেখ্য, পররাষ্ট্রমন্ত্রী পররাষ্ট্রমন্ত্রীর এই চিঠি লেখার আগে সরকারিভাবে পদ্মা সেতুর থিম সং লেখেন কবির বকুল। সেই গানে কণ্ঠ দেন সাবিনা ইয়াসমিন, রফিকুল আলম, কুমার বিশ্বজিৎ, বাপ্পা মজুমদার, রেজওয়ানা চৌধুরী বন্যা, মমতাজ, ইমরান ও কনার মতো ১০ জন খ্যাতিমান শিল্পী। গানটি গত ২৫ জুন পদ্মা সেতুর উদ্বোধন অনুষ্ঠানে বাজানো হয়। এছাড়া দেশের সব অডিও-ভিজ্যুয়াল গণমাধ্যমেও গানটি শোনা যায়।

 

Looks like you have blocked notifications!
Ads
[json_importer]
RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Most Popular

Recent Comments