গতকাল শনিবার ১৭ সেপ্টেম্বর ঢাকায় আবারও আওয়ামীলীগের হামলার শিকার হলেন বিএনপি নেতাকর্মীরা। বনানীতে বিএনপির মোমবাতি প্রজ্বালন কর্মসূচিতে হামলা করা হয়েছে।অভিযোগের তীর আওয়ামীলীগের দিকে । হামলায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান, কেন্দ্রীয় নেতা মোয়াজ্জেম হোসেন আলাল, শামা ওবায়েদ, তাবিথ আউয়ালসহ অন্তত ৩০ জন নেতাকর্মী আহত হন এবার এই ঘটনার প্রসঙ্গে সামাজিক যোগাযোগ মাধ্যমে স্ট্যাটাস দিয়েছেন লেখক আহমেদ ইমতিয়াজ নিচে তার স্ট্যাটাস তুলে ধরা হল –
তাবিথ আউয়ালের এই মাইরটা খাওয়া জরুরী ছিলো তাই এখন আর আগামীতে কেউ আর প্রশ্ন তুলতে পারবেনা,কেনো তাবিথ আউয়ালকে নমিনেশন দেওয়া হলো।
এই তাবিথ আউয়াল দলের নির্যাতীত নেতা-কর্মীদের জন্য যে পরিমাণ ডোনেশন দিয়েছে,যা বলার বাহিরে।
অনেকেতো তাবিথ আউয়ালকে আওয়ামী লীগের দালাল ট্যাগ দিতো সেটা এখন আর পারবেনা।
তাবিথ আউয়ালের উপর এই নগ্ন হামলাই প্রমাণ করে দেয়,তাবিথ আওয়ামী লীগের দালাল না,,ওনি শহীদ জিয়ার আদর্শে অবিচল…
অচীরেই সুস্থ হয়ে উঠুন
কঠিন ফিডব্যাক দেওয়া হবে,লীডার♥