Thursday, March 23, 2023
বাড়িConutrywideমারা যাওয়া সেই যুবকের লাশটি কবরে যাবে নাকি চিতায় উঠবে, জানা যাবে...

মারা যাওয়া সেই যুবকের লাশটি কবরে যাবে নাকি চিতায় উঠবে, জানা যাবে এক মাস পর

Ads

দেশে প্রতিনিয়ত সড়ক দুর্ঘটনায় না ফেরার দেশে চলে যাচ্ছে অনেকে এমনি একটি দুর্ঘটনায় না ফেরার দেশে যাওয়া এক যুবকের নিথর দেহ চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের মর্গে পড়ে আছে। এসময় তার পরিবারের লোকজন হাসপাতালে এসে লাশ শনাক্ত করেন। তারা জানান, ওই যুবকের নাম রতন দাশ। তিনি মিরসরাই উপজেলার মৃত মনোরঞ্জন দাস ও সন্ধ্যা রানী দাসের একমাত্র ছেলে।

কিন্তু রতনের মৃত্যুর পর সোশ্যাল মিডিয়ায় প্রচারিত একটি হলফনামা নিয়ে জটিলতা দেখা দিয়েছে। রতনের বন্ধুদের মতে, ২০২০ সালের ১৭ নভেম্বর চট্টগ্রামের সিনিয়র সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেটের সামনে নোটারি পাবলিক করে ইসলাম ধর্ম গ্রহণ করেন রতন। তার বর্তমান নাম আহমদ। নিহতের পরিচয় নিয়ে বিরোধ আদালত পর্যন্ত পৌঁছেছে। অন্ত্যেষ্টিক্রিয়া আটকে গেছে।

আদালত বলেন, মরদেহ আরও এক মাস চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ফ্রিজারে রাখা হবে। পটিয়া সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত মৃতদেহের ধর্মীয় পরিচয় নিশ্চিত করতে ২০ এপ্রিলের মধ্যে পুলিশ তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দিয়েছে, সে হিন্দু নাকি মুসলিম। বুধবার (১৫ মার্চ) সকালে পটিয়ার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক বিশ্বেশ্বর সিং এ আদেশ দেন।

গত ২৯ জানুয়ারি দুপুর ২টার দিকে পটিয়া উপজেলার মনসা বাদামতল এলাকায় তেলের লরির ধাক্কায় মোটরসাইকেল আরোহী ওই যুবকের মৃত্যু হয়।

এদিকে নিহত যুবকের মা সন্ধ্যা রানী দাস শুরু থেকেই দাবি করে আসছিলেন রতন দাস নামের ওই যুবক একজন হিন্দু। তাই হিন্দু ধর্মের নিয়ম অনুযায়ী তিনি চিতার উপর শেষকৃত্য করতে চান। কিন্তু তার সহপাঠীদের দাবি, তিনি চট্টগ্রামের লালখান বাজার এলাকার একটি মাদ্রাসায় মাওলানা হারুন এজাহারের কাছ থেকে ১৭ নভেম্বর ২০২০ সালে ইসলাম গ্রহণ করেন। এরপর তিনি পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করেন এবং ইসলামের সকল নিয়ম-কানুন মেনে চলতেন। তাই তারা মুসলমান হিসেবে তার লাশ দাফন করতে আগ্রহী। এ জন্য তারা সব কাগজপত্র সংগ্রহ করে হাইওয়ে থানার তদন্ত কর্মকর্তার কাছে জমা দিয়েছেন বলে জানান হাফেজ কারি আকরাম হোসেন।

জানা যায়, নিহত যুবক তার মায়ের একমাত্র সন্তান হওয়ায় মুসলমান হওয়ার পরও তার মায়ের সাথে শহরের একটি ভাড়া বাসায় থাকতেন। আগ্রাবাদ এলাকার একটি মোবাইল এক্সেসরিজ কোম্পানিতেও কাজ করত। এবং শুধুমাত্র তার মৃত্যুর পরে, একটি সমস্যা ছিল। মৃত্যুর দেড় মাস পার হলেও এখনো আদালতের রায়ের অপেক্ষায় রয়েছেন নিহত যুবকের পরিবার ও সহপাঠীরা। আরও এক মাস পাঁচ দিন পর জানা যাবে মরদেহ কবরস্থানে যাবে নাকি চিতায় দাহ করা হবে।

এদিকে হলফনামা অনুযায়ী ওই যুবকের নাম রতন দাস (২৯)। বাড়ি মিরসরাই উপজেলার পূর্ব মায়ানী গ্রামে। তাঁর পিতার নাম মনোরঞ্জন দাস এবং মাতার নাম সন্ধ্যা রানী দাস। নিহত যুবক দুই বছর আগে মুসলিম হিসেবে ইসলাম গ্রহণের জন্য জুডিশিয়াল স্ট্যাম্পে তার নাম পরিবর্তন করে আহমদ রাখে। যার নোটারি নম্বর ১১০৫৪৪ । ইসলাম ধর্মে ধর্মান্তরিত হওয়ার বেশ কিছু ছবিও রয়েছে। সড়ক দুর্ঘটনায় তার মৃত্যুর পর পরিবার ও সহপাঠীদের মধ্যে বিষয়টি নিয়ে উভয়পক্ষ ও হাইওয়ে পুলিশ আদালতের দ্বারস্থ হয়।

নিহত যুবকের সহপাঠী সিরাজুল মাওলা মিলাদ জানান, তিনি মন-প্রাণ দিয়ে ইসলাম ধর্ম পালন করে মুসলমান হয়েছেন। তার মৃত্যুর পর আমরা সহপাঠীরা তার মুসলমান হওয়ার সব ধরনের কাগজপত্র সংগ্রহ করে পুলিশের কাছে হস্তান্তর করি। আমরা ভেবেছিলাম ১৩ মার্চ আদালতের দেওয়া সময়ের মধ্যে তদন্ত কর্মকর্তা চূড়ান্ত প্রতিবেদন দাখিল করবেন। কিন্তু ওই দিন আমরা পটিয়া আদালতে এসে জানতে পারি, পুলিশ সময় চেয়ে আবেদন করেছে এবং আরও সময় চেয়েছে। এতে আমরা হতাশ। আমরা রাষ্ট্রের কাছে আবেদন করছি এই মামলাটি দ্রুত নিষ্পত্তি করুন যাতে আমরা আমাদের বন্ধুকে দাফন করতে পারি।

রতনের মা সন্ধ্যা রানী দাস দাবি করেন, তার ছেলে মুসলমান হয়নি। প্রচারিত হলফনামা জাল। । তিনি হিন্দু ধর্ম পালন করতেন। শনিবার রাতেও বাড়িতে পুজো করেন তিনি। ছেলের মুখে দাড়ি নিয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আজকাল সবাই দাড়ি রাখে, তারও আছে।

ধর্মীয় পরিচয় এর কারনে অন্তোষ্টিক্রিয়া আটকে যাওয়ার ব্যাপারে পটিয়া হাইওয়ে পুলিশের ওসি স্নেহাংশু বিকাশ সরকার জানান, সড়ক দুর্ঘটনায় লরির ধাক্কায় রতন দাসের মাথা বিকৃত হয়ে যায়। রোববার সন্ধ্যায় পরিবারের লোকজন এসে তাকে শনাক্ত করেন। এরপর আমরা জানতে পারি যে তিনি দুই বছর আগে ইসলাম গ্রহণ করেন। বিষয়টি জানার পর আমরা তার হিন্দু মা ও খালুর কাছে লাশ হস্তান্তর না করে আদালতে যাই। ধর্মীয় পরিচয় নিয়ে বিরোধ নিষ্পত্তি না হওয়া পর্যন্ত লাশ চমেক হাসপাতালের ফ্রিজারে রাখার নির্দেশ দিয়েছেন আদালত।

Looks like you have blocked notifications!
Ads
[json_importer]
RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Most Popular

Recent Comments