বৰ্তমান প্রজন্মের কাছে অত্যান্ত জনপ্রিয় একজন ব্যাক্তিত্ব হচ্ছেন তাশরীফ খান। তিনি মূলত একজন সংগীত শিল্পী। কুঁড়েঘর ব্যান্ডের মাধ্যমে তিনি পরিচিতি পান।গান তো আছেই এছাড়া মানবিক কাজের জন্য অনেক বেশি জনপ্রিয়। ২০২২ সালের সিলেট বন্যার ঘটনায় তিনি ব্যাপক পরিচিতি পান।
এ সময় তিনি ফেসবুকে লাইভে গিয়ে বন্যা কবলিত মানুষের জন্য আর্থিক সহায়তা চেয়েছিলেন। সেই লাইভ মুহূর্তেই ভাইরাল হয়ে যায়। সে সময় কোটি টাকার বেশি চাঁদা আদায় করে আলোচনায় আসেন তাসরিফ। এরপরও তাকে বিভিন্ন মানবিক কাজে অংশ নিতে দেখা যায়। এবার আরও একটি মানবিক কাজ করে ভক্ত-শুভানুধ্যায়ীদের ভালোবাসায় ভাসছেন তিনি।
এবার ফেসবুক লাইভের মাধ্যমে ক্যান্সারে আক্রান্ত এক ব্যক্তির জন্য ১৮ ঘণ্টায় ৮ লাখ টাকা সংগ্রহ করলেন তাসরিফ। সুমন ভক্ত ক্যান্সারে আক্রান্ত ব্যক্তি। তার বাড়ি বরিশালের মেহেন্দিগঞ্জে। সোমবার (১৩ মার্চ) ফেসবুক লাইভে তাসরিফ সুমনের ক্যান্সার ও চিকিৎসার জন্য দেশবাসীর কাছে আর্থিক সহায়তা চান। তার চিকিৎসায় বর্তমানে আট লাখ টাকা প্রয়োজন।
তাসরিফ বলেন, মাত্র ১৮ ঘণ্টায় এই পরিমাণ বাড়ানো হয়েছে। মঙ্গলবার (১৪ মার্চ) বিকেলে ক্যানসারে আক্রান্ত সুমনের পরিবারকে নিয়ে তাসরিখ ফেসবুকে একটি পোস্ট লেখেন, ‘মাত্র ১৮ ঘণ্টায় আমরা সুমন ভাইয়ের লিম্ফোমা ক্যানসারের চিকিৎসার জন্য ৮ লাখ টাকা সংগ্রহ করতে পেরেছি, আলহামদুলিল্লাহ’। সর্বশক্তিমান ঈশ্বরের কাছে আপনাকে অনেক ধন্যবাদ। আপনাদের সকলের প্রতি আমার কৃতজ্ঞতা জানুন।’ তিনি আরও লিখেছেন, ‘হ্যাঁ! আমরা বারবার প্রমাণ করেছি যে আমরা যা চাই তা সম্ভব।
উল্লেখ্য, তাসরিফ সম্প্রতি ফেসিয়াল প্যারালাইসিসে আক্রান্ত হয়েছেন। গত ৫ মার্চ ফেসবুকে এক স্ট্যাটাসে তিনি নিজেই এ খবর জানান। চিকিৎসাধীন রয়েছেন তিনি। সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই তাশরীফের সুস্থতা কামনা করেছেন।