বর্তমানে বাংলাদেশের ব্যাংক ব্যবস্থা নিয়ে নানা মিশ্র প্রতিক্রিয়া রয়েছে মানুষের মধ্যে এরই মধ্যে ব্যাংকগুলিতে ডলার সংকট এর বিষয়টি নিয়েও নানা প্রশ্ন আছে অনেকের তবে এসব কিছু বাদে অতীতে যেভাবে ব্যাংকগুলো তাদের ক্লায়েন্টদের সমাদর করতো এখন আর তেমন করেননা। এই প্রসঙ্গে একটি স্ট্যাটাস দিয়েছেন লেখক গুলজার হোসেন উজ্জ্বল। নিচে সেটি তুলে ধরা হল –
দশ পনের বছর আগেও প্রায়ভেট ব্যাংকের কর্মকর্তারা ক্লায়েন্টদেরকে জামাই আদর করত। ব্রাঞ্চে ঢুকলে “মাথায় রাখি নাকি মাটিতে থুই” দশা হতো।
সামনের বসার চেয়ারগুলি খালি না থাকলে ম্যানেজার সাহেব তার রুমে নিয়ে বসাতেন। চা, ঠান্ডা পানীয়র অফার করতেন।
এখন একটুও পাত্তা দেয়না। বসতেও বলেনা৷ লাইনে দাঁড়িয়ে থাকতে হয় বেশ খানিকটা সময়। পাড়া মহল্লায় সাব ব্রাঞ্চ খুলেছে কোন কোন ব্যাংক। সেখানেও একই অবস্থা।
টাকা উত্তোলন বা জমা দান যাই হোক, ঢুকলেই আধঘন্টা শেষ৷
তবু বাবারা টিকে থাক। নিন্দুকের মুখে ছাই দিয়ে টিকে থাক।