এবার সিরিয়ার আলেপ্পোতে ঘটেছে একটি দুঃখজনক ঘটনা সেখানে ভবন ধসে না ফেরার দেশে চলে গিয়েছে বেশ কিছু মানুষ। জানা গেছে ভবন ধসে পাঁচ শিশুসহ অন্তত ১৬ জনের মৃত্যু হয়েছে। এর আগে ১৩টি মৃতদেহ উদ্ধার করা হয়েছে বলে জানা গেছে। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছে স্থানীয় কর্তৃপক্ষ।
রোববার (২৩ জানুয়ারি) শহরের কুর্দি অধ্যুষিত শেখ মাকসুদ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ওই সময় পাঁচতলা ভবনে ৩০ জন অবস্থান করছিলেন।
উদ্ধারকারী দল জানায়, পানির লাইনে লিকেজের কারণে ভিত্তি কাঠামো দুর্বল হয়ে পড়ায় রাতারাতি ভবনটি ধসে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও নিরাপত্তা বাহিনী উদ্ধার কাজ শুরু করে।
বুলডোজার দিয়ে ধ্বংসস্তূপ সরানোর কাজ চলছে। ধ্বংসস্তূপের নিচে এখনও বহু মানুষ আটকে আছে বলে ধারণা করা হচ্ছে। গুরুতর আহত সাতজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ভবন ধসের ঘটনা প্রায় ঘটে থাকে থাকে এবং সেই সাথে দেখা যায় এই সকল ঘটনায় না ফেরার দেশে চলে যায় অনেক মানুষ তেমনই ঘটনা ঘটেছে এবার সিরিয়াতে। শহরের কুর্দি অধ্যুষিত শেখ মাকসুদ এলাকায় এ দুর্ঘটনা ঘটে