Thursday, March 23, 2023
বাড়িopinion৩৪ বছরের পুরনো দৈনিকটি হাসিনা সরকার বন্ধ করে দিলো,সেটা নিয়ে কারো কোনো...

৩৪ বছরের পুরনো দৈনিকটি হাসিনা সরকার বন্ধ করে দিলো,সেটা নিয়ে কারো কোনো মাথা ব্যাথা নেই : মুজতবা

Ads

দীর্ঘ দুই যুগের বেশি সময় ধরে চলমান পত্রিকা দিনকাল বন্ধ করে দেয়া হচ্ছে যা নিয়ে এখনো কোনো পত্র পত্রিকায় খবর আসেনি। সামাজিক যোগাযোগ মাধ্যমে এই প্রসঙ্গে একটি স্ট্যাটাস দিয়েছেন লেখক মুজতবা খন্দকার। নিচে সেটি তুলে ধরা হল –

চৌত্রিশ বছরের পুরনো দৈনিক দিনকালের প্রকাশনা বাকশালী সরকার বাতিলের তিনদিন অতিক্রান্ত হলেও,এ নিয়ে কারো কোনো উদ্ধেগ চোখে পড়লোনা। না,সস্পাদক পরিষদ,না এডিটর কাউন্সিল,না এডিটরস গিল্ড। কোনো সংগঠনেরই কোনো বিবৃতি চোখে পড়লোনা।
শুধু তাই নয়, ৩৪ বছরের এই পুরনো দৈনিকটি হাসিনা সরকার বন্ধ করে দিলো,সেটা নিয়ে কারো কোনো মাথা ব্যাথা নেই। এমনকি পত্রিকাটি হাসিনা সরকার বন্ধ করে দিলো,সেটা নিয়ে কোনো গণমাধ্যমকে নিজেদের বয়ানে দুকলম লিখতে দেখলাম না। সবাই লিখলো,দিনকাল বন্ধে ফখরুলের নিন্দা। তার মানে ফখরুল বিবৃতি না দিলে তারা লিখতোই না,দিনকাল নামের একটি ঐতিহ্যবাহি পত্রিকার প্রকাশনা হাসিনা বাতিল করে দিয়েছে.. হায়রে গণমাধ্যম।
বাকশাল কায়েম করে,শেখ মুজিব চারটি পত্রিকা রেখে অার সব বন্ধ করে দিয়েছিলো। অথচ তার কন্যা.. তার সমালোচক সব কিছু বন্ধ করে দিচ্ছে.. এটাও বাকশালের নবতম সংস্করন।
হাসিনার পনের বছরে গণমাধ্যমের স্বাধীনতা যে তলানী গিয়ে ঠেকেছে,দিনকাল বন্ধ করা তার সবশেষ উদহরন।
বাংলাদেশের গণমাধ্যম কতটা স্বাধীনভাবে কাজ করে সেটা মনিটরিং করবে বলে গতমাসে জানিয়েছিলো.. যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন নয় দেশের কোয়ালিশন ভুক্ত সংগঠন মিডিয়া ফ্রিডম কোয়ালিশন সংক্ষেপে (এমএফসি)।
বিরোধী দলেরর মূখপত্র দিনকাল বন্ধ করে দেবার পর,তারা কি বলে শোনার অপেক্ষায় অাছি।

Looks like you have blocked notifications!
Ads
[json_importer]
RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Most Popular

Recent Comments